উদ্ভিদ ও প্রাণীর নিষ্ক্রিয় অঙ্গের তালিকা

উদ্ভিদ ও প্রাণীর নিষ্ক্রিয় অঙ্গের তালিকা
নিষ্ক্রিয় অঙ্গ বিষয়ে কয়েকটি প্রশ্ন উত্তর
1. নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে?
উঃ যেসব অঙ্গ বহুদিন যাবৎ অব্যবহারের ফলে অকেজো ও ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে তাদের নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ বলে।
2. নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও।
উঃ মানুষের কয়েকটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ হল অ্যাপেন্ডিক্স, কক্সিস।
3. মানুষের নিষ্ক্রিয় অঙ্গটির নাম কি?
উঃ অ্যাপেন্ডিক্স।
4. উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি?
উঃ স্ট্যামিনোড যেটি কালকাসুন্দা গাছে অবস্থিত।
5. মানুষের লুপ্তপ্রায় অঙ্গ কোনটি?
উঃ কক্সিস
6. মানুষের লুপ্তপ্রায় অঙ্গ কয়টি?
উঃ নির্দিষ্ট করে বলা যাবে না। তাও কয়েকটি মানুষের লুপ্তপ্রায় অঙ্গ গুলি হল তীক্ষ্ণ ক্যানাইন, স্তনগ্রন্থি, কক্সিস, পেরিমিডাল পিশী, অ্যাপেন্ডিক্স, উদরের পেশী, তৃতীয় মোলার, কর্ণছত্র নাড়ানোর পেশী, নিকটিটেটিং পর্দা ইত্যাদি।
বন্ধুরা, এই ধরনের বিভিন্ন প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেই থাকে সেইজন্যে তোমাদের সুবিধার্থে উদ্ভিদ ও প্রাণীর নিষ্ক্রিয় অঙ্গের তালিকা নিচে দেওয়া হল-
কয়েকটি উদ্ভিদ ও প্রাণীর নিষ্ক্রিয় অঙ্গের তালিকা

নিষ্ক্রিয় অঙ্গের নাম যে অঙ্গের নিষ্ক্রিয় রূপ প্রাণী ও উদ্ভিদে যেখানে অবস্থিত
1. ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স সিকাম মানুষ
2. উপপল্লব নিকটিটেটিং পর্দা মানুষ
3. কক্সিস লেজ মানুষ
4. নিষ্ক্রিয় পশ্চাদপদ সক্রিয় পশ্চাদপদ পাইথন, তিমি
5. নিষ্ক্রিয় ডানা সক্রিয় ডানা উটপাখি
6. স্ট্যামিনোড পুংকেশর কালকাসুন্দা, আম, কাজুবাদাম
7. পিস্টিলোড গর্ভকেশর শতমূলি
8. শল্কপত্র পাতা ভূনিম্নস্থ কান্ড
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url