ফেরেলের সূত্র কি ? চিত্রসহ ফেরেলের সূত্র ব্যাখ্যা করো।

ফেরেলের সূত্র বা ফেরেলের নিয়ম
ফেরেলের সূত্র কি ? চিত্রসহ ফেরেলের সূত্র ব্যাখ্যা করো।
উত্তর: পৃথিবী পশ্চিম হতে পূর্বে আবর্তন করছে এবং বিষুববৃত্তের গতিবেগ ক্রান্তিবৃত্তের গতিবেগ অপেক্ষা অধিক। সেজন্য ক্রান্তীয় অঞ্চলের উচ্চচাপের বায়ু উত্তর গােলার্ধে সােজা দক্ষিণে না এসে দক্ষিণ-পশ্চিম দিকে অর্থাৎ ডানদিকে এবং দক্ষিণ গােলার্ধে সােজা উত্তরে না এসে উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ বামদিকে বেঁকে প্রবাহিত হয়। আবার মেরুবৃত্তের গতিবেগ ক্রান্তিবৃত্তের গতিবেগ অপেক্ষা আরও কম, সেজন্য ক্রান্তীয় বায়ু উত্তর গােলার্ধে মেরুবৃত্তের দিকে সােজা উত্তরে না গিয়ে দক্ষিণ-পশ্চিম দিক হতে এবং দক্ষিণ গােলার্ধে সােজা দক্ষিণে না গিয়ে উত্তর-পশ্চিম দিক হতে প্রবাহিত হয়। ১৮৫৯ খ্রীষ্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিখ্যাত আবহাওয়াবিদ উইলিয়াম ফেরেল (William Ferral)  এই সূত্রটির উদ্ভাবন করেন বলে এবং তাঁর নামানুসারে একে ফেরেল সূত্র বা ফেরেলের নিয়ম (Ferrel's Law) বলে।

পৃথিবী যদি আবর্তন না করত, তবে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ বায়ু উপরে উঠে যেত এবং উর্ধ্বাকাশ দিয়ে মেরুর দিকে যেত এবং মেরুর দিকে চাপ বৃদ্ধি পেত। মেরু হতে ভূপৃষ্ঠ ঘেঁষে বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে আসত, অর্থাৎ উত্তর-দক্ষিণ ও দক্ষিণ-উত্তর মাত্র এই দুদিকে বায়ুপ্রবাহ থাকত।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url