ঋতু কাকে বলে? বিভিন্ন ঋতুর কীভাবে সূচনা হয়?

ঋতু কি? ঋতুর কিভাবে সূচনা হয়?
ঋতু কাকে বলে ? বিভিন্ন ঋতুর কীভাবে সূচনা হয় ?
উত্তর: ভূপৃষ্ঠের যে কোনাে স্থানে দিবারাত্রির পার্থক্যের জন্য ও সূর্যরশ্মির পতনকোণের পার্থক্যের জন্য বছরের বিভিন্ন সময়ের উষ্ণতার পার্থক্য হয়। উষ্ণতার তারতম্য অনুসারে সারা বছরকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এই প্রত্যেক ভাগকে ঋতু বলে।
পৃথিবী বছরের বিভিন্ন সময় কক্ষপথের বিভিন্ন স্থানে অবস্থান করে এবং কক্ষতলের সঙ্গে লম্বভাবে না থেকে 66½⁰ কোণে হেলে থাকে। পৃথিবীর এই হেলান অবস্থানের জন্যই সূর্যরশ্মি ভূপৃষ্ঠের সব জায়গায় লম্বভাবে পড়ে না। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন অক্ষাংশে সূর্যরশ্মি কখনও লম্বভাবে এবং কখনও তির্যকভাবে পতিত হয়। সূর্যরশ্মির পতনকোণের এই পার্থক্যের জন্য বিভিন্ন সময়ে উষ্ণতার পার্থক্য হয়। সৌরতাপের তারতম্যের জন্য বিভিন্ন ঋতুর সূচনা হয়। বছরের বিভিন্ন সময়ের তাপমাত্রার প্রকৃতি লক্ষ করে গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত—এই চার ঋতুতে বছরকে ভাগ করা হয়েছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url