Breaking

Friday, August 20, 2021

ইসলাম ধর্মের মূল আদর্শ কি?
ইসলামের মূল আদর্শ কী?
উত্তরঃ ইসলাম শব্দের এক অর্থ হল শান্তি। অন্য অর্থ হল আত্মসমর্পণ । এক ও অদ্বিতীয় আল্লাহর কাছে শর্তহীন আত্মসমর্পণই ইসলামের মূল কথা। এর দ্বারাই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা হয়। যারা এই ইসলাম ধর্ম মেনে চলেন তারাই মুসলমান।
মুসলমানদের যে কয়েকটি কর্তব্য পালন করতে হয় তা হল-
(i) কলেমা পড়তে হবে অর্থাৎ এক ও অদ্বিতীয় আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করতে হবে।
(ii) প্রতিদিন পাঁচবার নামাজ (প্রার্থনা) পড়তে হবে।
(iii) প্রতি বছর রমজান মাসে রােজা (উপবাস) পালন করতে হবে।
(iv) সঙ্গতি আছে এমন মুসলমানকে তার আয়ের ২২ ভাগ দুঃস্থদের জাকাত (দান) করতে হবে।
(v) আর্থিক ও শারীরিক সামর্থ্য থাকলে একবার অন্তত মক্কায় হজ (তীর্থ) করতে যেতে হবে।

No comments:

Post a Comment

কোন প্রশ্নের উত্তর ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবে ( কারেন্ট অ্যাফেয়ার্স সময়ের সাথে সাথে উত্তর পরিবর্তন হয়)