মিশরকে নীলনদের দান বলা হয় কেন?

মিশরকে নীলনদের দান বলা হয় কেন?
মিশরকে নীলনদের দান বলার কারণ কী? 
উঃ মিশর নীলনদের নিম্ন অববাহিকায় অবস্থিত একটি দেশ। মরু প্রকৃতির জলবায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই অল্প। মিশরের পশ্চিমে সাহারা মরুভূমি। কিন্তু দেশের মধ্য দিয়ে নীলনদ প্রবাহিত হওয়ায় মিশর সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হতে পারেনি। নীলনদ আবিসিনিয়া (ইথিওপিয়ার) পর্বতের গলিত তুষার ও বন্যার জলের সাথে লাল পলিমাটি বহন করে এনে মিশরের মরু প্রকৃতির ভূভাগকে শস্যশ্যামল করেছে। এ ছাড়া বর্তমানে বন্যা নিয়ন্ত্রণ ও জলসেচের উদ্দেশ্যে নীলনদের উপর কয়েকটি বাঁধ ও জলাশয় নির্মাণ করা হয়েছে। ওইসব বাঁধ ও জলাশয় নির্মাণের ফলে নীলনদের উভয় তীরে পলি গঠিত অঞ্চলে ব্যাপকভাবে ধান, গম, যব, ভুট্টা, পেঁয়াজ, তামাক, ইক্ষু, চীনাবাদাম, খেজুর ও কার্পাসের চাষ হচ্ছে।
চাষ-আবাদ ছাড়াও নীলনদের উপর দিয়ে সারা বছর নৌ-চলাচল করতে পারে। তাই এই অঞ্চলে যােগাযােগ ও পরিবহন ব্যবস্থা উন্নতিলাভ করেছে। নদীতে বাঁধ দেওয়ার ফলে জলবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এককথায় বলতে গেলে নীলনদকে কেন্দ্র করে মিশরের সমগ্র অর্থনৈতিক কার্যকলাপ গড়ে উঠেছে এবং এইজন্যই ঐতিহাসিক হেরােডােটাস মিশরকে নীলনদের দান বলে অভিহিত করেছেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url