পাখি বা বিমানের ছায়া মাটিতে পড়ে না কেন ?
উত্তর: এখানে আলােক উৎস হল সূর্য। অস্বচ্ছ বস্তু হল বিমান বা পাখি। পর্দা হল ভূ-পৃষ্ঠ। পাখি বা বিমান ভূ-পৃষ্ঠের কাছাকাছি থাকলে ওদের ছায়া মাটির উপর পড়ে। কিন্তু যখন পাখি বা বিমান ভূ-পৃষ্ঠের অনেক উপর দিয়ে উড়ে তখন প্রচ্ছায়া শঙ্কু মাটি স্পর্শ করার অনেক আগেই শেষ হয় এবং
উপচ্ছায়ার গাঢ়ত্ব খুব কম হয়। তাই খুব উপরে উড়া পাখি বা বিমানের ছায়া মাটিতে পড়ে না।
No comments:
Post a Comment
কোন প্রশ্নের উত্তর ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবে ( কারেন্ট অ্যাফেয়ার্স সময়ের সাথে সাথে উত্তর পরিবর্তন হয়)