ট্রপিক চলন কাকে বলে? উদ্ভিদের দুই প্রকার ট্রপিক চলনের বর্ণনা দাও।

দুই প্রকার ট্রপিক চলনের বর্ণনা

ট্রপিক চলন কাকে বলে? উদ্ভিদের যে-কোনাে দুই প্রকার ট্রপিক চলনের বর্ণনা দাও।
উঃ উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে ট্রপিক চলন বলে।
উদ্ভিদের যে-কোনাে দুই প্রকার ট্রপিক চলন হল-
(i) ফোটোট্রপিক চলন: আলাের দিকে উদ্ভিদঅঙ্গের যে আংশিক বা বক্র চলন দেখা যায়, তাকে ফোটোট্রফিক চলন বলে। কাণ্ড আলাের দিকে যায় বলে কাণ্ডকে পজেটিভলি ফোটোট্রপিক (ধনাত্মক আলােকবর্তী) বলে। মূল আলাের
বিপরীত দিকে যায় বলে মূলকে নেগেটিভলি ফোটোট্রফিক (ঋণাত্মক আলােকবর্তী) বলে। আলােকবর্তী চলন অক্সিন হরমােন দ্বারা নিয়ন্ত্রিত হয়। 
(ii) জিওট্রপিক চলন: অভিকর্ষের দিকে উদ্ভিদঅঙ্গের যে চলন হয়, তাকে জিওট্রপিক চলন বা অভিকর্ষর্বর্তী চলন বলে। মূলে অনুকূল অভিকর্ষবতী এবং কাণ্ডে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায়। জিওট্রপিক চলন ও অক্সিন হরমােন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url