Breaking

Tuesday, January 18, 2022

পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য ব্যাখ্যা করো।

উত্তরঃ পৃথিবীতে সূর্যই সমস্ত শক্তির প্রধানতম উৎস: পৃথিবীর অভ্যন্তরীণ তাপশক্তি, পারমাণবিক শক্তি এবং সৌরশক্তি—এরাই হল পৃথিবীতে শক্তির বিভিন্ন উৎস। কিন্তু পৃথিবীর অভ্যন্তরীণ তাপশক্তি এবং পারমাণবিক শক্তির ব্যবহার এখনও পর্যন্ত খুবই সামান্য। পৃথিবীর শক্তির প্রধান উৎস সূর্য। সালােকসংশ্লেষের মাধ্যমে সৌরশক্তিকে কাজে লাগিয়ে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে। প্রাণীরা উদ্ভিদ থেকে তাদের খাদ্য সংগ্রহ করে। সুতরাং প্রত্যক্ষ বা পরােক্ষভাবে উদ্ভিদ এবং প্রাণী তাদের পুষ্টির জন্য সৌরশক্তির উপর নির্ভরশীল। কয়লা ও খনিজ তেলের উৎসও সৌরশক্তি। সূর্যের উত্তাপে জলের বাষ্পীভবন ঘটে— মেঘ সৃষ্টি হয় এবং ওই মেঘ বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে ফিরে আসে—জলপ্রপাতের সৃষ্টি করে এবং স্রোতের সৃষ্টি করে। সূর্যের তাপ সৌরকোশের দ্বারা তড়িৎশক্তিতে রূপান্তরিত করা যায়। সৌরশক্তি তাপ এবং আলােকশক্তির একটি বড়াে উৎস। এইসব কারণে বলা যায় যে, পৃথিবীতে প্রয়ােজনীয় শক্তির জন্য সূর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস।

No comments:

Post a Comment

কোন প্রশ্নের উত্তর ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবে ( কারেন্ট অ্যাফেয়ার্স সময়ের সাথে সাথে উত্তর পরিবর্তন হয়)