হিউয়েন সাং এর ভারত ভ্রমণ কাহিনী বিবরণ দাও।

হিউয়েন সাং এর ভারত ভ্রমণ কাহিনী
হিউয়েন সাং এর ভারত ভ্রমণ সংক্ষেপে বিবরণ দাও।
উত্তর: হর্ষবর্ধনের রাজত্বকালে বিখ্যাত চিনা পর্যটক হিউয়েন সাং ভারতবর্ষ ভ্রমণ করেন। আনুমানিক 600 খ্রিস্টাব্দে হােনান প্রদেশের এক শিক্ষিত পরিবারে হিউয়েন সাং-এর জন্ম হয়। বাল্যকালে কনফুসীয় পদ্ধতিতে শিক্ষালাভ করলেও তিনি বৌদ্ধধর্মের প্রতি আকৃষ্ট হন। বৌদ্ধধর্মের প্রকৃত জ্ঞানলাভের আগ্রহে হিউয়েন সাং তখনকার সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও একদিন গােপনে ভারত অভিমুখে পদযাত্রা শুরু করেন।
তারিম উপত্যকার ভিতর দিয়ে দুর্গম গােবি মরুভূমি পার হয়ে প্রায় দেড় বছর প্রচণ্ড ক্লেশ সহ্য করে ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে খাইবার গিরিপথের মুখে তিনি উপনীত হন। প্রায় চৌদ্দ বছর হিউয়েন সাং কাশ্মীর হতে দাক্ষিণাত্য পর্যন্ত বিভিন্ন বৌদ্ধ তীর্থগুলি পর্যটন করেন এবং নানা বৌদ্ধাচার্যের কাছে শাস্ত্রপাঠ করেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি দু’বছর আচার্য শীলভদ্রের কাছে অধ্যয়ন করেন। হর্ষবর্ধন তখন উত্তর ভারতের সম্রাট। তিনি হিউয়েন সাং কে সাদর অভ্যর্থনা জানান এবং তার সম্মানে কনৌজে একটি বিরাট ধর্মসভা ও মেলার আয়ােজন করেন। হিউয়েন সাং- এর ভ্রমণ কাহিনি ভারতের ইতিহাসের এক অমূল্য উপাদান। 645 খ্রিস্টাব্দে পুনরায় মধ্য এশিয়ার মরু অঞ্চল পদব্রজে পার হয়ে হিউয়েন সাং স্বদেশে প্রত্যাবর্তন করেন। বৌদ্ধ দর্শনের বই মূল্যবান পুঁথি ও মূর্তি তিনি সংগ্রহ করে নিয়ে যান। পুঁথিগুলি চিনা ভাষায় অনূদিত করা ও বৌদ্ধধর্ম প্রচার ও প্রসারে তিনি আত্মনিয়ােগ করেন। তার ঐকান্তিক আগ্রহ ও চেষ্টার ফলে বৌদ্ধধর্ম চিনা সমাজে বিশেষ সম্মানের স্থান লাভ করে। চিন ভারত সম্পর্ক ঘনিষ্ঠতর হয়ে ওঠে। তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে কত চিনা ভিক্ষুক ভারত ভ্রমণে আসেন। তাদের মধ্যে উল্লেখযােগ্য হলেন ইৎ সিং (672-95 খ্রিস্টাব্দ)।

হিউয়েন সাং এর বিষয়ে কয়েকটি ছোটো প্রশ্ন উত্তর
1. হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন?
উঃ হর্ষবর্ধনের রাজত্বকালে।
2. হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক ছিলেন?
উঃ চীন দেশের।
3. হিউয়েন সাঙ লিখিত ভারত বিবরণী গ্রন্থের নাম কি?
উঃ সি-ইউ-কি।
4. হিউয়েন সাং কে ছিলেন?
উঃ হিউয়েন সাং ছিলেন বিখ্যাত চৈনিক পর্যটক।
5. হিউয়েন সাং কত বছর ভারতে অবস্থান করেছিলেন?
উঃ 16 বছর (আনুমানিক 629 থেকে 645 খ্রিস্টাব্দ পর্যন্ত)
6. দুজন চীনা পরিব্রাজক এর নাম লেখ।
উঃ ফা হিয়েন ও হিউয়েন সাং
7. হিউয়েন সাং কখন ভারতে আসেন? তাঁর লেখা বইটির নাম কি?
উঃ হর্ষবর্ধনের রাজত্বকালে।
হিউয়েন সাং এর লেখা বইটির নাম সি-ইউ-কি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url