পদার্থের বৈশিষ্ট্যগুলাে কি কি? কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য গুলি লেখ।
পদার্থের বৈশিষ্ট্য
উত্তরঃ পদার্থের বৈশিষ্ট্যগুলি হল- (i) পদার্থের ভর আছে, (ii) পদার্থ ইন্দ্রিয়গ্রাহ্য,(iii) পদার্থের আয়তন আছে, (iv) পদার্থের অবস্থার পরিবর্তন হয়।
2. কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলাে কি কি?
উত্তরঃ (i) কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে।
(ii) কঠিন পদার্থের কাঠিন্য আছে।
(iii) প্রচণ্ড চাপ বৃদ্ধিতেও কঠিনের আয়তন, বিশেষ বাড়ে না।
(iv) কঠিন পদার্থ গ্যাসের মতাে চারদিকে ছড়িয়ে পড়ে না।
3. তরলের বৈশিষ্ট্যগুলাে কি কি?
উত্তরঃ i) তরল অবস্থায় পদার্থের আয়তন নির্দিষ্ট কিন্তু আকার নির্দিষ্ট নয়।
(ii) তরলের আয়তনের উপর চাপের কোনাে প্রভাব নেই।
(iii) স্থির তরলের উপরিতল অনুভূমিক।
(iv) তরলের সমােচ্চশীলতা ধর্ম আছে।
(v) তরল উঁচু থেকে নীচু দিকে প্রবাহিত হয়।
(vi) সাধারণ উষ্ণতায় তরলের বাষ্পায়ণ হয়।
4. গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যগুলাে কি কি?
উত্তরঃ (i) গ্যাসীয় পদার্থের নিজস্ব আকার ও আয়তন নেই।
(ii) গ্যাসীয় পদার্থ চারদিকে ছড়িয়ে পড়ে।
(iii) একই উষ্ণতা বৃদ্ধিতে সমআয়তন সব গ্যাস সমপরিমাণ প্রসারিত হয়।
(iv) রাসায়নিক বিক্রিয়া না হলে একাধিক গ্যাস পরস্পরের সঙ্গে মিশে যায়।
(v) কঠিন বা তরলের তুলনায় গ্যাসের ঘনত্ব অনেক কম।
(vi) উষ্ণতা স্থির রেখে চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে।
5. পদার্থের কাঠিন্য কাকে বলে ?
উত্তরঃ কাঠিন্য পদার্থের একটি বিশেষ ধর্ম। এর জন্য একটি কঠিন পদার্থ অন্য কঠিন পদার্থের উপর আঁচড় কাটতে গেলে বাধা দেয়। কাচ ও লােহা প্রভৃতির কাঠিন্য বেশি। সবচেয়ে কাঠিন্য বেশি হীরকের। এইজন্য হীরক দিয়ে কাচ কাটা যায়। আবার সােডিয়াম, ক্যালসিয়াম, সীসার কাঠিন্য কম। এদের ছুরি দিয়ে কাটা যায়।
6. পদার্থের ঘনত্ব কাকে বলে ?
উত্তরঃ কোনাে পদার্থের একক আয়তনের ভরকে ওর ঘনত্ব বলে।
পদার্থের ঘনত্ব =পদার্থের ভর/আয়তন