আলােকের প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণের সূত্ৰ গুলি কি কি?
আলােকের প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণের সূত্ৰদুটি লেখাে?
উঃ আলােক রশ্মিকোণ সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে অন্যকোন সমসত্ব তুচ্ছ মাধ্যমের বিভেদ তলে আপতিত হলে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় ওর গতিবেগের
পরিবর্তন হয়। দ্বিতীয় মাধ্যমের বিভেদতলে আলােকরশ্মি এরুপ গতিবেগের পরিবর্তন ঘটানােকে আলােকের প্রতিসরণ বলে।
প্রতিসরণের সূত্ৰদুটি কি কি?
উঃ আলােকের প্রতিসরণের সূত্রটি হল—
1) আপতিত রশ্মি ও প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে।
2) দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলাের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়।