কেটলির হাতলে বেত জড়ানো থাকে কেন?

কেটলির হাতলে বেত জড়ানো থাকে কেন?
উঃ কেটলির হাতলে বেত জড়ানো থাকে কারণ কেটলি সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি যেটি তাপের সুপরিবাহী, কেটলির নীচের অংশ উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাপ পরিবাহিত হয়ে হাতলকে উত্তপ্ত করে। ফলে হাত দিয়ে ধরা যায় না। কিন্তু বেত তাপের কুপরিবাহী বলে বেত ভেদ করে তাপ আমাদের হাতে খুব কম পরিমাণ পৌছায়। ফলে বেত জড়ানো হাতল ধরলে যাতে হাতে গরম অনুভব না হয় সেইজন্য কেটলির হাতলে বেত জড়ানো থাকে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url