পলাশীর লুণ্ঠন
উঃ বাংলার মসনদে বসে মিরজাফর ইংরেজ কোম্পানি ও ক্লাইভকে প্রভূত অর্থ ও নানা উপঢৌকন দিয়ে সন্তুষ্ট করতে বাধ্য হন। ফলে বাংলার রাজকোশ শূন্য হয়ে যায়। উপরন্তু কোম্পানি ও তাঁর কর্মচারীরা সম্ভাব্য সমস্ত উপায়ে বাংলার অর্থ সম্পদ শােষণ করতে থাকে। ঐতিহাসিকগণ একেই পলাশির লুণ্ঠন বলে অভিহিত করেছেন। তারা এক পরিসংখ্যানে দেখিয়েছেন যে বাংলা থেকে ১,৭৩,৯৬,৭৬১ টাকা ইংল্যান্ডে চলে গিয়েছিল পলাশির যুদ্ধের ঠিক পরেই।
No comments:
Post a Comment
কোন প্রশ্নের উত্তর ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবে ( কারেন্ট অ্যাফেয়ার্স সময়ের সাথে সাথে উত্তর পরিবর্তন হয়)