ইমিউনিটি কীভাবে ঘটে তা ব্যাখ্যা করাে এবং একটি উদাহরণ দাও।

অনাক্রম্যকরণ বা ইমিউনিটি

অনাক্রম্যকরণ কীভাবে ঘটে তা ব্যাখ্যা করাে এবং একটি উদাহরণ দাও।
উঃ রােগ সৃষ্টিকারী বিভিন্ন জীবাণু এবং বিজাতীয় পদার্থের বিরুদ্ধে দেহে যে প্রতিরােধ ক্ষমতা গড়ে ওঠে তাকে অনাক্রম্যকরণ বলে।
সহজাত অনাক্রম্যকরণতা: জন্মগত ভাবে প্রাপ্ত অনাক্রম্যতাকে সহজাত বা অনাক্রম্যতা বলে। যেমন-রক্তের মনােসাইট, লসিকা গ্রন্থি, প্লীহা ইত্যাদি ফ্যাগােসাইটিস পদ্ধতিতে কোনাে বিজাতীয় প্রােটিনকে খেয়ে ফেলে পাকস্থলিতে উৎপন্ন HCL অ্যাসিড লালারসের মধ্যে অবস্থিত লাইসােজোম খাদ্য মধ্যস্থ বা জীবাণুকে ধ্বংস করে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url