ভারতীয় সভ্যতা প্রসারে অতীশ দীপঙ্করের ভূমিকা কেমন ছিল?

ভারতীয় সভ্যতা প্রসারে অতীশ দীপঙ্করের ভূমিকা কেমন ছিল?

উত্তরঃ একাদশ শতাব্দীতে তিব্বতীয় রাজার আমন্ত্রণে মগধের দীপঙ্কর শ্রীজ্ঞান এবং আরও অনেক বৌদ্ধ পণ্ডিত তিব্বতে উপস্থিত হন। দীপঙ্কর শ্রীজ্ঞান সেই আমলের শ্রেষ্ঠ বৌদ্ধ পণ্ডিত ছিলেন। নেপালের মধ্য দিয়ে তিব্বত সীমান্তে উপনীত হলে দীপঙ্কর শ্রীজ্ঞানকে তিব্বতিরা বিপুল সংবর্ধনা জানায়। দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে ‘অতীশ’ বা ‘অতীশ দীপঙ্কর’ নামে পরিচিত হন। তিনি তিব্বতের বিভিন্ন স্থানে, বিশুদ্ধ হীনযান বৌদ্ধধর্ম প্রচার করেন। প্রায় তেরাে বছর তিব্বতে থেকে অতীশ দীপঙ্কর প্রায় দু’শ বৌদ্ধগ্রন্থ রচনা করেন। প্রসঙ্গত উল্লেখ করা যায়, অতীশ দীপঙ্কর তিব্বতে গৌতমবুদ্ধের অবতাররূপে পূজিত হন। তিব্বতের রাজধানী লাসার অনতিদূরে তাঁর সমাধিস্থান তিব্বতি বৌদ্ধদের একটি তীর্থস্থান, ধর্মের সঙ্গে সঙ্গে ভারতীয় সভ্যতা-সংস্কৃতিও তিব্বতে প্রভাব বিস্তার করেছিল। ফলে তিব্বত ভারতীয় সভ্যতার
অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছিল।

আরো দেখুন-
2. ভারতের সঙ্গে চীনের ধর্ম সংক্রান্ত যোগাযোগ কিভাবে গড়ে উঠেছিল?
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url