ভারতকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় কেন?
ভারতকে ‘পৃথিবীর ক্ষুদ্রতম সংস্করণ’ বলা হয় কেন?
উঃ ভৌগোলিক বিচারে ভারতবর্ষ বৈচিত্র্যময়। পৃথিবীতে যেমন বিভিন্ন স্থানের মানুষ, তাদের জাতিগত বৈচিত্র্য, ভাষা, সংস্কৃতি, ধর্ম, পোশাক খ্যাদ্যাভ্যাস প্রভৃতির তারতম্য অনুসারে বৈচিত্র্য দেখা যায় ভারতেও বিভিন্ন প্রদেশে এই বৈচিত্র্য লক্ষ্যণীয়। তাই ভারতকে “পৃথিবীর ক্ষুদ্রতম সংস্করণ” বলা হয়।