মিশ্র পদার্থ ও যৌগিক পদার্থের পার্থক্য লেখ

মিশ্র পদার্থ ও যৌগিক পদার্থের পার্থক্য লেখ।
উঃ মিশ্র পদার্থ ও যৌগিক পদার্থের পার্থক্য গুলি হল-
মিশ্র পদার্থ যৌগিক পদার্থ
(i) মিশ্র পদার্থের উপাদানগুলাের ওজনের অনুপাত নির্দিষ্ট থাকে না। (i) যৌগিক পদার্থের উপাদানগুলাের ওজনের অনুপাত, নির্দিষ্ট থাকে।
(ii) মিশ্র পদার্থের মধ্যে ওর উপাদানগুলাের ধর্ম বজায় থাকে। (ii) যৌগ পদার্থে উপাদানগুলাের ধর্ম বজায় থাকে না। নতুন ধর্মের পদার্থ উৎপন্ন হয়।
iii) মিশ্র পদার্থের উপাদানগুলােকে সহজ উপায়ে পৃথক
করা যায়।
(iii) যৌগিক পদার্থের উপাদানগুলােকে সহজ ভৌত উপায়ে পৃথক করা যায় না। কেবল রাসায়নিক উপায়ে পৃথক করা
যায়।
(iv) মিশ্র পদার্থ তৈরির সময় কিছু ক্ষেত্র ছাড়া তাপের উদ্ভব বা শােষণ হয় না। (iv) যৌগিক পদার্থ তৈরির সময় তাপের উদ্ভব বা শােষণ হবে।
(v) দ্রবণ ছাড়া অন্যান্য মিশ্র পদার্থ অসমসত্ত্ব। (v) যৌগিক পদার্থ সমসত্ত্ব।
(vi) মিশ্র পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক থাকে না। (vi) বিশুদ্ধ যৌগের নির্দিষ্ট স্ফুটনাঙ্ক ও গলনাঙ্ক থাকে।
.. 
4. মিশ্র পদার্থ কাকে বলে? মিশ্র পদার্থের বৈশিষ্ট্য গুলি কি কি?
Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous September 16, 2022 at 5:10 PM

    খুব সুন্দর

Add Comment
comment url