Model activity task class 9 life science part 2 2022 - মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 জীবন বিজ্ঞান part 2 2022

মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 9 জীবন বিজ্ঞান part 2 2022

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে :
১.১ প্রােক্যারিওটিক কোশে রাইবােজোমের উপএকক দুটি নির্বাচন করাে—
(ক) 60S ও 40S        (খ) 50S ও 40S
(গ) 60S ও 30S।       (ঘ) 50S ও 30S
উঃ প্রােক্যারিওটিক কোশে রাইবােজোমের উপএকক দুটি হল- (ঘ) 50S ও 30S
১.২ নীচের যে জোড়টি সঠিক নয় তা স্থির করাে—
(ক) কোশপর্দা - কোশের ভেতরের বিভিন্ন অংশকে রক্ষা করা
(খ) লাইসােজোম-পুরােনাে জীর্ণ কোশকে ধ্বংস করা
(গ) মাইটোকনড্রিয়া-প্রােটিন সংশ্লেষ করা
(ঘ) সেন্ট্রোজোম – কোশ বিভাজনে সাহায্য করা
উঃ (গ) মাইটোকনড্রিয়া-প্রােটিন সংশ্লেষ করা, এই জোড়টি সঠিক নয়।
১.৩ বিভিন্ন অঙ্গের মধ্যে সংযােগস্থাপনে সাহায্য করে যে কলা সেটি শনাক্ত করাে—
(ক) আবরণী কলা।     (খ) যােগ কলা
(গ) পেশি কলা।          (ঘ) স্নায়ু কলা
উঃ বিভিন্ন অঙ্গের মধ্যে সংযােগস্থাপনে সাহায্য করে যে কলা সেটি হল - (খ) যােগ কলা
২. নীচের বাক্যগুলাে সত্য অথবা মিথ্যা নিরূপণ করাে :
২.১ ফ্লোয়েম কলা উদ্ভিদদেহে খাদ্য পরিবহণে সাহায্য করে।
উঃ ফ্লোয়েম কলা উদ্ভিদদেহে খাদ্য পরিবহণে সাহায্য করে - এটি সত্য
২.২ ভিটামিন C ফ্যাটে দ্রবণীয়।
উঃ ভিটামিন C ফ্যাটে দ্রবণীয় - এটি মিথ্যা
২.৩ DNA - তে রাইবােজ শর্করা উপস্থিত থাকে।
উঃ DNA - তে রাইবােজ শর্করা উপস্থিত থাকে - এটি মিথ্যা
২.৪ অগ্ন্যাশয় একটি মিশ্রগ্রন্থি।
উঃ অগ্ন্যাশয় একটি মিশ্রগ্রন্থি - এটি সত্য
৩. দুই-তিন বাক্যে উত্তর দাও :
৩.১ প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উঃ প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য গুলি হল-
i) প্যারেনকাইমা কলা সাধারণত সমান ব্যাসযুক্ত, গােলাকার বা বহুভুজবিশিষ্ট এবং সজীব কোশ দিয়ে তৈরি। 
ii) প্যারেনকাইমা কলার কোশপ্রাচীর পাল্লা এবং সেলুলােজ দিয়ে গঠিত। 
iii) প্যারেনকাইমার কলার কোশগুলাের মাঝে কোশান্তর-স্থান থাকে। 
iv)কোশে প্রােটোপ্লাজম এবং ভ্যাকুওল খুব বেশি থাকে। 
v) প্যারেনকাইমা কোশের অন্তঃকোষীয় স্থান আকারে বেশ বড়াে হয় এবং সেখানে বায়ু জমা থাকে। এই রকম প্যারেনকাইমাকে এরেনকাইমা বা বাতাস কক্ষ বলে।
৩.২ মানবদেহকে সুস্থ রাখতে বৃক্ক কীভাবে সাহায্য করে?
উঃ মানবদেহকে সুস্থ রাখতে বৃক্ক যেভাবে সাহায্য করে -
i) মানবদেহের বিপাকজাত দূষিত পদার্থগুলিকে (বিশেষ করে নাইট্রোজেনঘটিত এবং সালফারঘটিত পদার্থগুলিকে) মূত্রের সঙ্গে দেহের বাইরে নির্গত করা।
ii) দেহে এবং রক্তে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করা।
iii) রক্তের বিক্রিয়া বজায় রাখতে সহায়তা করা।
iv) দেহে প্রবিষ্ট দূষিত পদার্থ এবং ভেষজ পদার্থকে দেহ থেকে নির্গত হতে সহায়তা করা।
v) রক্তের কয়েকটি উপদানের পরিমাণ নির্দিষ্ট রাখতে সহায়তা করা।
৩.৩ কোশ পর্দার কাজ ব্যাখ্যা করাে।
উঃ কোশ পর্দার কাজ গুলি হল-
i) কোশ-মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করা।
ii) কোশের আকৃতি প্রদান করা।
iii) কোশপর্দা বা প্লাজমাপর্দার একটি প্রধান কাজ হল সজীব কোশের বহিঃ ও অন্তঃ মাধ্যমের একটি অভিস্রবণীয় প্রতিবন্ধকরূপে কাজ করা।
iv) কয়েক প্রকার কোশ-অঙ্গাণু (যেমন— মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, এন্ডােপ্লাজমিক রেটিকিউলাম) এবং নিউক্লীয় পর্দা সৃষ্টি করা।
v) কোশান্তর ব্যাপন ও অভিস্রবণে সাহায্য করা।
৩.৪ মানবদেহে ভিটামিন D-র ভূমিকা আলােচনা করাে।
উঃ মানবদেহে ভিটামিন D-র ভূমিকা গুলি হল-
 (i) ক্যালসিয়াম এবং ফসফরাস শােষণে সহায়তা করা।
(ii) অস্থি গঠনে সহায়তা করা।
(iii) ফসফরাস এবং ক্যালসিয়াম-বিপাক নিয়ন্ত্রণ করা।
(iv) প্যারাথাইরয়েড গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং রক্তে ক্যালসিয়ামের ভারসাম্য নিয়ন্ত্রণ করা।
(v) দন্ত গঠন ও দন্ত বৃদ্ধিতে সহায়তা করা।
(vi) রিকেট রােগ প্রতিরােধ করা।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ ভাজক কলার কাজ উল্লেখ করাে। প্রােক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের তিনটি পার্থক্য লেখাে।
উঃ ভাজক কলার কাজ গুলি হল-
i) ভাজক কলা উদ্ভিদের নতুন অপত্য কোশ সৃষ্টি করে।
ii) উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে।
প্রােক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের পার্থক্য হল- 
বৈশিষ্ট্য প্রোক্যারিওটিক কোশ ইউক্যারিওটিক কোশ
1. আকার প্রােক্যারিওটিক কোশ তুলনামূলকভাবে ছােট (1-10μm)। ইউক্যারিওটিক কোশ তুলনামূলকভাবে বড় (5-100μm)।
2. প্রকৃতি প্রােক্যারিওটিক কোশ কোশ অনুন্নত এবং সরল। ইউক্যারিওটিক কোশ উন্নত ও অপেক্ষাকৃত জটিল।
3. নিউক্লিয় পর্দার উপস্থিতি নিউক্লিয়াস অঞ্চলটি (নিউক্লয়েড)নিউক্লিয় পর্দা (নিউক্লিয়ার মেমব্রেন) দিয়ে ঘেরা নয়। নিউক্লিয়াস অঞ্চলটি নিউক্লিও পর্দা দিয়ে ঘেরা।
4. ক্রোমোজোমের সংখ্যা এই কোশে একটি মাত্র ক্রোমােজোম থাকে। এই কোশে একাধিক ক্রোমােজোম থাকে।
5. নিউক্লিওলাসের উপস্থিতি এই কোশে নিউক্লিয়াসে নিউক্লিওলাস থাকে না। এই কোশে নিউক্লিয়াসে নিউক্লিওলাস উপস্থিতি থাকে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url