Model Activity Task Class 8 Science Part 2 2022 - মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 8 পরিবেশ ও বিজ্ঞান part 2 2022

Model Activity Task Class 8 Science Part 2 2022 - মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 8 পরিবেশ ও বিজ্ঞান part 2 2022

১. ঠিক উত্তর নির্বাচন করাে :
১.১ যে কোশীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করে তা হলাে—
(ক) গলজি বস্তু        (খ) নিউক্লিয়াস
(গ) মাইটোকনড্রিয়া. (ঘ) লাইসােজোম।
উঃ (গ) মাইটোকনড্রিয়া
১.২ যে কোশীয় অঙ্গাণু প্রােটিন সংশ্লেষে সাহায্য করে তা হলাে-
(ক) লাইসােজোম    (খ) রাইবােজোম
(গ) সেন্ট্রোজোম      (ঘ) গলজি বস্তু।
উঃ (খ) রাইবােজোম
১.৩ উদ্দীপনা পরিবহণ করা যে কলার কাজ সেটি হলাে—
(ক) আবরণী কলা  (খ) যােগ কলা
(গ) পেশি কলা       (ঘ) স্নায়ু কলা।
উঃ (ঘ) স্নায়ু কলা।
২. সংক্ষিপ্ত উত্তর দাও :
২.১ উজ্জ্বল আলােয় বর্ণদর্শনে সাহায্য করে কোন কোশ?
উঃ উজ্জ্বল আলােয় বর্ণদর্শনে সাহায্য করে শঙ্কু আকৃতির কোণ কোশ
২.২ আমি একটি পর্দাঘেরা কোশ অঙ্গাণু যার মধ্যে পুরােনাে জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে। আমার নাম কী?
উঃ লাইসোজোম।
২.৩ ক্রোমােপ্লাস্টিডের কাজ কী?
উঃ ক্রোমােপ্লাস্টিডের কাজ হল উদ্ভিদের বিভিন্ন অংশের বর্ণ গঠন, ফুলের পরাগযোগ ও ফলের বিস্তারে সাহায্য করা।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ “লােহিত রক্তকণিকার আকৃতি দু-পাশ চ্যাপটা এবং চাকতির মতাে”– এর জন্য লােহিত রক্তকণিকার কী সুবিধা হয় ?
উঃ লােহিত রক্তকণিকার আকৃতি দু-পাশ চ্যাপটা এবং চাকতির মতাে হবার জন্য এদের তলীয় ক্ষেত্রফল অনেক বেশি হয়, ফলে এরা বেশি পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে।
৩.২ কোশপর্দা ও কোশপ্রাচীরের মধ্যে একটি মিল ও একটি অমিল উল্লেখ করাে।
উঃ কোশপর্দা ও কোশপ্রাচীরের মধ্যে একটি মিল হল- কোশ পর্দা ও কোশ প্রাচীর উভয়ই কোশের বাইরে আবরণ হিসেবে কাজ কবে বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশ থেকে কোশকে রক্ষা করে।
কোশপর্দা ও কোশপ্রাচীরের মধ্যে একটি অমিল হল- কোশ পর্দা লাইপোপ্রোটিন দিয়ে গঠিত কিন্তু কোশপ্রাচীর প্রধানত সেলুলোজ দিয়ে গঠিত।
৩.৩ এন্ডােপ্লাজমীয় জালিকার কাজ উল্লেখ করাে।
উঃ এন্ডােপ্লাজমীয় জালিকার প্রধান কাজগুলি হল-
১. যান্ত্রিক দৃঢ়তা: এন্ডােপ্লাজমীয় জালিকার কোশের সাইটোপ্লাজমীয় কাঠামাে গঠন করে প্রােটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে।
২.নিউক্লীয় পর্দা গঠন: এন্ডোপ্লাজমিয় জালিকা টেলােফেজ দশায় নিউক্লীয় পর্দা গঠনে অংশত সাহায্য করে।
৩. ফ্যাট সংশ্লেষ: মসৃণ এন্ডোপ্লাজমিয় জালিকা ফ্যাট সংশ্লেষে বিশেষ ভূমিকা গ্রহণ করে।
৪. প্রোটিন সংশ্লেষ : অমসৃণ এন্ডােপ্লাজমীয় জালিকা প্রােটিন সংশ্লেষ করে। অমসৃণ এন্ডােপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত রাইবােজোম প্রােটিন সংশ্লেষে মুখ্য ভূমিকা নেয়।
৫. হরমােন নিঃসরণ: মসৃণ এন্ডোপ্লাজমিয় জালিকা টেস্টোস্টেরন, প্রােজেস্টেরন ইত্যাদি কয়েকটি স্টেরয়েড হরমােন ক্ষরণ করে।
৩.৪ যৌগিক আলােক অণুবীক্ষণ যন্ত্র কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
উঃ যৌগিক আলােক অণুবীক্ষণ যন্ত্র যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় -
 ১. ছত্রাক ব্যাকটেরিয়া, শৈবাল , বিভিন্ন এককোশী ও বহুকোশী প্রাণীর দেহের বহির্গঠন চিহ্নিতকরণের জন্য।
২. উদ্ভিদের বিভিন্ন অংশের যেমন- মূল , কাণ্ড ও পাতা এর অন্তর্গঠন পর্যবেক্ষণের জন্য।
৩. জীবদেহের বিভিন্ন অঙ্গ ও তার প্রস্থচ্ছেদের বিভিন্ন কলার গঠন জানার জন্য।
৪.কোশের ভেতরের ও বাইরের অঙ্গাণু ও পর্দার গঠন জানার জন্য।
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ প্রাইমরডিয়াল ইউট্রিল কীভাবে সৃষ্টি হয়?
উঃ উদ্ভিদকোশের গহ্বরের বাইরে কোনাে পর্দা থাকে না। গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে, তখন নিউক্লিয়াসসহ সাইটোপ্লাজম কোশপ্রাচীরের ভেতরের দিকে কোশের পরিধির দিকে সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমরডিয়াল ইউট্রিকল বলে।
৪.২ স্থায়ী কলার কাজ কী কী?
উঃ স্থায়ী কলার কাজ গুলি হল-
১. উদ্ভিদের খাদ্য উৎপাদন, খাদ্য ও জল সঞ্চয় ও খাদ্যবস্তুর পরিবহণ করা
২. ভারবহন ও প্রতিরক্ষা বা দৃঢ়তা প্রদান করা, 
৩. বর্জ্য পদার্থ সঞ্চয় করা, 
৪.প্লবতা প্রদান করা, 
৫. ফল ও বীজের বিস্তার করা,
৬. উদ্ভিদ অঙ্গের টান ও চাপ সহনশীলতা বৃদ্ধি করা, 
৭. ক্ষত নিরাময় করা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url