অবাত শ্বসন কাকে বলে? অবাত শ্বসনের স্থান ও অবাত শ্বসনের রাসায়নিক সমীকরণ

অবাত শ্বসন কাকে বলে? অবাত শ্বসনের স্থান ও অবাত শ্বসনের রাসায়নিক সমীকরণ

অবাত শ্বসন কাকে বলে?

যে জৈবনিক প্রক্রিয়ায় অবায়ুজীবী জীবকোশে শ্বসন বস্তু আণবিক অক্সিজেনের অনুপস্থিতিতে অক্সিজেনযুক্ত যৌগের (CO₃⁻, NO₃⁻, SO₄⁻⁻) অক্সিজেনের সাহায্যে আংশিক জারিত হয়ে শক্তির আংশিক মুক্তি ঘটায় তাকে অবাত শ্বসন বলে।

অবাত শ্বসনের স্থান

এই প্রকার শ্বসন অবায়ুজীবী বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক, পরজীবী প্রাণী—মনােসিস্টিস, গােলকৃমি, ফিতাকৃমি ইত্যাদির দেহে ঘটে।

অবাত শ্বসনের রাসায়নিক সমীকরণ

ব্যাকটেরিয়া কোশে অবাত শ্বসনের রাসায়নিক সমীকরণটি নিম্নরূপ-
                              উৎসেচক
C₆H₁₂O₆ + 12NO₃ ------------ 6CO₂ + 12NO₂ + 6H₂O + 50 Kcal শক্তি

অবাত শ্বসনের উৎপন্ন পদার্থ

অবাত শ্বসনের ফলে উৎপন্ন পদার্থ গুলি হল-
জল, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাইট যৌগ এবং শক্তি (50 Kcal)।

আরো পড়ুন-
2. অবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে পার্থক্য কি
3. শ্বসন কাকে বলে? শ্বসনের গুরুত্ব ও কাজ ও শ্বসনের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url