ভক্তিবাদী ও সুফি আন্দোলন দেখা দিয়েছিল কেন?

ভক্তিবাদী ও সুফি আন্দোলন দেখা দিয়েছিল কেন?

উত্তরঃ সুলতানি যুগ থেকে হিন্দুধর্ম ও ইসলামধর্ম দুটি বিরাট সামাজিক শক্তি হিসেবে পাশাপাশি অবস্থান করতে শুরু করে। ফলে তাদের মধ্যে দেওয়া-নেওয়া চলতে থাকে। হিন্দু-মুসলমানের মধ্যে ঐক্যের পথটি ধীরে ধীরে প্রসারিত হয়ে ওঠে।
ভক্তিবাদের মূল কথাই হল—যে নামেই ডাকা হােক না কেন ঈশ্বর ও আল্লা এক। ভক্তি, প্রেম ও ভালােবাসার মাধ্যমে তাকে লাভ করা যায়। মানুষ মাত্রেই ভগবানের সন্তান। সুতরাং ধর্মে-বর্ণভেদ, জাতিভেদ, উচ্চ-নীচ ভেদাভেদের স্থান নেই। এদের এই মহামিলনের বাণী এবং ধর্মীয় সরলতা হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়কেই আকৃষ্ট করেছিল। এদের মধ্যে শ্রীচৈতন্য, গুরু নানক ও কবীরের নাম সবিশেষ উল্লেখযােগ্য। রামানন্দ, বল্লভাচার্য, মীরাবাঈ, নামদেবও বিশিষ্ট ভক্তিবাদী ছিলেন।
মুসলমান সমাজের মধ্যেও এই সময়ে ভক্তিবাদ ও প্রেমময় জীবনাদর্শের ভাবনা দিতে থাকে। এই আদর্শের যারা প্রবক্তা তাদের বলা হত সুফি ও ফকির। সুফিরা ছিলেন অতীন্দ্রীয়বাদী। সুফি-ফকিররা হিন্দু ও মুসলমানের মঙ্গল ও মিলনের কথা বলেছেন। এঁরা আজও সব সম্প্রদায়ের শ্রদ্ধার পাত্র।

আরো পড়ুন-
1. ভক্তিবাদী আন্দোলনের শ্রীচৈতন্য ও গুরু নানক এর অবদান কি ছিল?
2. ভক্তিবাদ কাকে বলে? কয়েকজন ভক্তিবাদী প্রচারকের নাম বল?
3. হোসেন শাহের শাসন কালকে বাংলার ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় কেন?
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url