হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প প্রবণ কেন?

হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্পের কারণ কি?

হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প প্রবণ কেন?
উত্তরঃ হিমালয় পার্বত্য অঞ্চলের ভূমিকম্পপ্রবণ হওয়ার কারণগুলি হল : (1) হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত। পৃথিবী সৃষ্টির অনেক পরে আঙ্গারাল্যাণ্ডগণ্ডোয়ানাল্যাণ্ড নামে দুটি উচ্চভূমির চাপে টেথিস নামে একটি অগভীর সমুদ্র থেকে হিমালয় পর্বতের সৃষ্টি হয়। ভূগর্ভের সংকোচন ও প্রসারণের ফলে হিমালয় পর্বতের গঠন এখনও চলছে। এর ফলে সেখানকার শিলাসমূহ পরস্পরকে খুব দৃঢ়ভাবে ধরে রাখতে পারছে না। এইজন্য হিমালয় পর্বতের নীচু অংশ ও পাদদেশে ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি হয়। 
এছাড়া, (2) পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল ‘ইউরেশিয় ভূমিকম্প-বলয়ের’ মধ্যে হিমালয় পর্বতও অবস্থিত, এই ভূমিকম্প বলয়টি আল্পস্ পর্বত থেকে ভূমধ্যসাগরের উত্তর দিকের উপকূলভাগ দিয়ে ইরাণ মালভূমি, ককেসাস পর্বত, হিমালয় পর্বত, মেঘালয় মালভূমি এবং মায়ানমার থেকে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ পর্যন্ত প্রসারিত হয়েছে। হিমালয় পার্বত্য অঞ্চলে ভারতীয় পাত এবং ইউরেশিয়া পাতের মধ্যে পারস্পরিক সংঘর্ষের সময় পাত দুটির সংযোগরেখা বরাবর শিলাচ্যুতি ঘটে এবং ভূমিকম্প হয়। এই সব কারণের জন্য হিমালয় পর্বত অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয়ে থাকে।

আরো পড়ুন-
1. ভূমিকম্প কি? ভূমিকম্পের কারণ ও ফলাফল
2. রিখটার স্কেল কাকে বলে?
3. সিসমোগ্রাফ যন্ত্র কি?
4. ভূমিকম্প তরঙ্গ কাকে বলে ও কত প্রকার ও কি কি?
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url