বানডাকা কি? ষাঁড়াষাঁড়ি বান কাকে বলে এবং নদীতে বান আসার কারন কি?

বানডাকা কি? ষাঁড়াষাঁড়ি বান কাকে বলে এবং নদীতে বান আসার কারন কি?

বান ডাকা কি?
ভরা কোটালের সময় সমুদ্রের জল নদীর মোহনা দিয়ে নদী প্রবাহের বিপরীত দিকে নদীখাতের মধ্য দিয়ে প্রবল জলোচ্ছ্বাস ঘটিয়ে প্রবেশ করে। একেই বান ডাকা বলে। বর্ষাকালে এর তীব্রতা অধিক হয়। বর্ষাকালে হুগলি নদীতে এমনিতেই জল প্রবাহ বেশি  থাকে। 
পশ্চিমবঙ্গের হুগলি নদী, ইংল্যান্ডের টেমস নদী, দক্ষিণ আমেরিকার আমাজন নদী ও চিনের ইয়াং-সি-কিয়াং প্রভৃতি নদীতে বান ডাকে।
ষাঁড়াষাঁড়ির বান কাকে বলে?
বর্ষাকাল ঋতুতে বিশেষ সময়ে ভরা কোটালের সময় জলস্ফীতির মাত্রা এত অধিক হয় যে ওই অবস্থাকে দুটি প্রাপ্তবয়স্ক ষাঁড়ের যুদ্ধকালীন অবস্থার সঙ্গে তুলনা করা হয় বলে ভরা জোয়ারের এই অবস্থাকে ষাঁড়াষাঁড়ির বান বলা হয়।
ষাঁড়াষাঁড়ি বান কোন নদীতে দেখা যায়?
উঃ হুগলি নদীতে ষাঁড়াষাঁড়ি দেখা যায়।
নদীতে বান আসার কারণ গুলি কি কি?
নদীতে বান আসার কারণগুলি হল- (১) নদী মোহনা ফানেল আকৃতির অর্থাৎ চওড়া হলে এবং নদীখাত সংকীর্ণ হলে, (২) নদী মোহনায় বালির চড়া থাকলে, (৩) নদীতে সারাবছর জল থাকলে ও (৪) প্রবল জলস্রোত থাকলে নদীতে বান আসে।

আরো পড়ুন -
1. জোয়ার ভাটা কি? জোয়ার ভাটার কারণ ও ফলাফল
2. রিখটার স্কেল কি?
3. ভরা কোটাল ও মরা কোটাল কি?
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url