জীবন ও তার বৈচিত্র্য প্রশ্ন উত্তর - নবম শ্রেণি
জীবন ও তার বৈচিত্র্য প্রশ্ন উত্তর - নবম শ্রেণি
1. Mangifera indica কোন গাছের বিজ্ঞানসম্মত নাম?
a. আম b. জাম c. কলা d. বট
উঃ আম
2. মাইক্রোস্ফিয়ার হল প্রথম কোশীয় জীব—এটি কার উক্তি?
a. ওপারিন b. ফক্স c. হ্যালডেন d. পান্ডুর
উঃ বিজ্ঞানী ফক্সের উক্তি।
3. যে প্রক্রিয়ায় খাদ্যস্থ স্ৰৈতিক শক্তি তাপ শক্তিরুপে মুক্ত হয় তাকে বলে
a. পুষ্টি b. শ্বসন c. রেচন d. বৃদ্ধি
উঃ b. শ্বসন
4. নীচের কোন্টি কনড্রিকথিস (Chondrichthyes) শ্রেণির বৈশিষ্ট্য নয়?
a. পটকা b. প্ল্যাকয়েড আঁশ c. হেটারোসারকাল লেজ d. অন্তরকঙ্কাল তরুণাস্থিময়
উঃ a. পটকা
5. বর্গ ও পর্বের মধ্যবর্তী ক্যাটাগরি হল-
a. শ্রেণি b. গণ c. গোত্র d. রাজ্য
উঃ a. শ্রেণি
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন
1. Taxonomy শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ সুইডিশ বিজ্ঞানী অগাস্তিন পি. দ্য. কানডোলে ( Augustin P. de candole)
2. মানুষের দ্বিপদ নাম কী ?
উঃ হোমো স্যাপিয়েন্স ( Homo sapiens)
3. লিনিয়াসের হায়ারার্কিতে কটি ধাপ ছিল?
উঃ সাতটি ধাপ
4. রাজ্য ফানজির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উঃ রাজ্য ফানজির পুষ্টি প্রক্রিয়া মৃতজীবী, পরজীবী ও মিথোজীবী প্রকৃতির।
5. কেঁচো কোন্ পর্বের প্রাণী?
উঃ অ্যানিলিডা পর্বের প্রাণী।
6. বাদুড় কোন্ শ্রেণির প্রাণী?
উঃ বাদুড় স্তন্যপায়ী শ্রেণির প্রাণী।
7. জীবেদের পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাস কে প্রবর্তন করেন?
উঃ জীববিজ্ঞানী হোয়াইটেকার ( R.H.Whittaker)
৪. কণ্টকত্বকী পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও।
উঃ তারা মাছ, সমুদ্র শশা।
9. একটি অপচিতি বিপাকের নাম লেখো।
উঃ শ্বসন।
10. কোন্ বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়?
উঃ অণুজীববিজ্ঞান ( Microbiology)
শূন্যস্থান পূরণ করো
1. ব্যাকটেরিয়ার রাজ্য হল____
উঃ মনেরা
2. স্পাইরোগাইরা ____ রাজ্যের অন্তর্ভুক্ত।
উঃ প্লানটি।
3.______উপনিবেশ গঠনকারী শৈবাল।
উঃ ভলভক্স উপনিবেশ গঠনকারী শৈবাল।
4. হাঙর ____ শ্রেণির অন্তর্গত প্রাণী।
উঃ কনড্রিকথিস।
5. চিংড়ি ____ পর্বের অন্তর্গত প্রাণী।
উঃ আর্থ্রোপোডা।
6. দেহ লোম দ্বারা আচ্ছাদিত ____ শ্রেণির প্রাণী।
উঃ স্তন্যপায়ী শ্রেণির প্রাণী।
7. এক স্থানে স্থির থেকে জীবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনকে ______ বলে।
উঃ চলন বলে।
৪.____ হল প্রথম কোশীয় জীব।
উঃ মাইক্রোস্ফিয়ার।
9. ____ জীববিদ্যার সঙ্গে রসায়ন সহযোগে গঠিত হয়েছে।
উঃ জীব-রসায়ন (Bio-chemistry)
10. _____ হল উচ্চ ফলনশীল ধান।
উঃ IR-8
সত্য বা মিথ্যা নির্ণয় করো
1. উত্তেজিতা জীবের একটি বৈশিষ্ট্য।
উঃ সত্য
2. জড় বংশবিস্তার করে।
উঃ মিথ্যা
3. ওপারিন কোয়াসারভেট মডেলের নামকরণ করেন।
উঃ সত্য।
4. ক্লোরোমাইসিন একটি অ্যান্টিসেপটিক ওষুধ।
উঃ মিথ্যা।
5. দ্বিপদ নামকরণের দুটি পদের একটি হল বর্গ এবং অপরটি প্রজাতি।
উঃ মিথ্যা
6. ইউক্লিনা মনেরা রাজ্যের অন্তর্গত।
উঃ মিথ্যা।
7. নিডারিয়া পর্বের প্রাণী হল অরেলিয়া।
উঃ সত্য
8. মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয় সৃষ্টি হয়েছিল আদি কোশের।
উঃ সত্য।
9. শাহিওয়াল একপ্রকার অধিক দুগ্ধপ্রদায়ী গাভী।
উঃ সত্য
10. থিওফ্রাসটাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়।
উঃ সত্য।
বাম ও ডান স্তম্ভ মেলাও
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
---|---|
i. আমের দ্বিপদ নাম | a. ব্যাকটেরিয়া |
ii. মনেরা | b. Mangifera Indica |
iii. টেরিডোফাইটা | c. টর্পেডো |
iv. কনড্রিকথিস | d. হ্যাগ ফিশ |
e. শুশনি |
উত্তরঃ
i. আমের দ্বিপদ নাম -----> b. Mangifera Indica
ii. মনেরা ----> a. ব্যাকটেরিয়া
iii. টেরিডোফাইটা -----> e. শুশনি
iv. কনড্রিকথিস -----> c. টর্পেডো
সংক্ষেপে উত্তর দাও
1. কর্ডাটা পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উঃ কর্ডাটা পর্বের দুটি বৈশিষ্ট্য হলো -
i) কর্ডাটা পর্বের প্রাণীদের পৃষ্ঠদেশে ফাঁপা নার্ভকর্ড থাকে।
ii) জীবনের যে কোনো দশায় গলবিলের দুপাশে ফুলকা ছিদ্র থাকে।
2. তারামাছ কোন পর্বভুক্ত এবং সাপ কোন শ্রেণিভুক্ত প্রাণী?
উঃ তারামাছ একাইনোডার্মাটা পর্বভুক্ত এবং সাপ সরীসৃপ শ্রেণিভুক্ত প্রাণী।
3. নালিকা তন্ত্র ও জল সংবহন তন্ত্র কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য?
উঃ নালিকা তন্ত্র পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য এবং জল সংবহন তন্ত্র একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য।
4. দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উঃ দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য হলো -
i. দ্বিবীজপত্রী প্রধানত বৃক্ষ জাতীয়, গুল্ম ও বীরুৎ জাতীয়ও হতে পারে।
ii) পাতা ভূপৃষ্ঠের সমান্তরালে থাকে এবং বিষম পৃষ্ঠ হয়।
5. ব্যক্তবীজী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উঃ ব্যক্তবীজী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য হলো -
i) ব্যক্তবীজী উদ্ভিদরা স্থলজ উদ্ভিদ। অধিকাংশই দীর্ঘ, কাষ্ঠল, বহুবর্ষজীবী ও চিরহরিৎ বৃক্ষ জাতীয়।
ii) ব্যক্তজীবী উদ্ভিদের ফল গঠিত হয় না তাই বীজ নগ্ন।
iii) বীজে একাধিক বীজপত্র থাকে।
** ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ - সাইকাস, পাইনাস, নিলাম ইত্যাদি।
6. জীবের বিপাক বলতে কী বোঝো?
উঃ জীবের প্রাণ ধারণের জন্য প্রতিটি সজীব কোশের প্রােটোপ্লাজমে অনবরত যে সব গঠনমূলক এবং ভাঙনমূলক রাসায়নিক পরিবর্তন ঘটে চলেছে, সমষ্টিগতভাবে তাদের বিপাক বলা হয়।
বিপাক দুই রকমের যথা-
i) উপচিতি বিপাক
ii) অপচিতি বিপাক
7. ব্রায়োফাইটার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উঃ ব্রায়োফাইটার দুটি বৈশিষ্ট্য হলো -
i) ব্রায়োফাইটা অধিকাংশ উদ্ভিদ স্থলজ। তবে বেশিরভাগ উদ্ভিদই ছায়াময় স্যাঁতসেঁতে স্থানে জন্মায়। উল্লেখ্য যে, এরা স্থলজ উদ্ভিদ হওয়া সত্ত্বেও নিষেককালে এদের জলের প্রয়োজন হয়। এই কারণে এদের উভচর উদ্ভিদ বলে।
ii) ব্রায়োফাইটার জীবনচক্রে দু-রকম দেহ—লিঙ্গধর দেহ ও রেণুধর দেহ পরিলক্ষিত হয়।
8. জোঁক কোন্ পর্ব ভুক্ত? এই পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো।
উঃ জোঁক অ্যানিলিডা পর্ব ভুক্ত।
অ্যানিলিডা পর্বের দুটি বৈশিষ্ট্য হল-
i) অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহ অসংখ্য আংটির মতো খন্ডক নিয়ে গঠিত।
ii) এদের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির।
9. বৃদ্ধি কাকে বলে?
উঃ নতুন কোশীয় পদার্থ সংশ্লেষের ফলে জীব দেহের বা জীবকোশের আকার আয়তন বা ভরের স্থায়ীভাবে শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে।
10. মহাকাশযানে এককোশী শৈবাল ক্লোরেল্লা রাখার কারণ কী?
উঃ মহাকাশযানে এককোশী শৈবাল ক্লোরেল্লা রাখার কারণ হল- এককোশী শৈবাল ক্লোরেল্লা সালোকসংশ্লেষের সময়ে পরিবেশ থেকে খুব বেশি মাত্রায় কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে এবং সমপরিমাণ অক্সিজেন নির্গত করে। এর জন্য মহাকাশযানের ভিতরে ক্লোরেল্লা রাখলে কার্বন-ডাই-অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে এবং অক্সিজেনের চাহিদা পূরণ করে।
দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন
1. জীব ও জড়ের পাঁচটি পার্থক্য দেখাও।
উঃ এখানে ক্লিক করুন
2. কৃষিকার্যে জীববিদ্যার প্রয়োগগুলি উল্লেখ করো।
উঃ এখানে ক্লিক করুন
3. দ্বিপদ নামকরণ কাকে বলে? এর দুটি নিয়ম উল্লেখ করো। একটি উদ্ভিদের দ্বিপদ নাম লেখো।
উঃ এখানে ক্লিক করুন
4. প্রোটিস্টার তিনটি বৈশিষ্ট্য লেখো এবং দুটি উদাহরণ দাও।
5. একাইনোডার্মাটা পর্বের তিনটি বৈশিষ্ট্য লেখো এবং দুটি উদাহরণ দাও।
6. রেস্টিলিয়ার তিনটি বৈশিষ্ট্য লেখো এবং দুটি উদাহরণ দাও।
7. জীবের প্রধান ধর্মগুলি উল্লেখ করো।
৪. উদ্ভিদের প্রধান গোষ্ঠীগুলির বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করো।
Thank you
Thanks