জীবন সংগঠনের স্তর প্রশ্ন উত্তর - নবম শ্রেণি

জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য

সঠিক উত্তর নির্বাচন করো

1. নীচের কোনটি মাইনর এলিমেন্ট?
a. N                     b. P
C. K                     d. Mo
উঃ d. Mo
2. নীচের কোনটি তীব্র অ্যাসিড নয়?
a. H₂CO₃             b. HCl
C.H₂SO₄              d. HNO₃
উঃ a. H₂CO₃
3. C₆H₁₂O₆ কার সংকেত?
a. কার্বোহাইড্রেট   b. প্রোটিন
c. ফ্যাট                d. গ্লুকোজ
উঃ d. গ্লুকোজ
4. 9.3 kcal তাপ উৎপন্ন হয় কোন বস্তু থেকে?
a. 1 গ্রাম প্রোটিন থেকে b. 1 গ্রাম ফ্যাট থেকে
c. 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে d. 1 গ্রাম গ্লুকোজ থেকে
উঃ b. 1 গ্রাম ফ্যাট থেকে

এককথায় উত্তর দাও

1. DNA-র পুরো নাম কী? 
উঃ DNA-র পুরো নাম ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড।
2. ভিটামিন 'A'-র অভাবে কী রোগ হয়? 
উঃ রাতকানা, অন্ধত্ব বা জেরপথ্যালমিয়া, ফ্রিনোড্রার্মা
3. ভিটামিন 'C'-র রাসায়নিক নাম কী? 
উঃ ভিটামিন C -র রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড।
4. কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়?
উঃ আয়োডিনের অভাবে গলগন্ড হয়।
5. একটি তীব্র অ্যাসিডের উদাহরণ দাও। 
উঃ নাইট্রিক অ্যাসিড (HNO₃)
6. কার্বোহাইড্রেটে কোন্ উপাদানটি থাকে না যা প্রোটিনে থাকে?
উঃ নাইট্রোজেন।

শূন্যস্থান পূরণ করো

1. গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ____ টি হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয়। 
উঃ 3 টি
2. লিউসিন একটি ____ অ্যামাইনো অ্যাসিড। 
উঃ অপরিহার্য
3. RNA-তে ____ শর্করা থাকে। 
উঃ 5 -C রাইবোজ।
4. রিকেট রোগ হয়_____ এর অভাবে।
উঃ ভিটামিন D এর অভাবে।

বাম ও ডান স্তম্ভ মেলাও

বাম স্তম্ভ ডান স্তম্ভ
i. NaHSO₄ a. পিউরিন
ii. ল্যাকটোজ b. বাই লবন
iii. নাইট্রোজেন বেস c. Vitamin D
iv. রিকেট d. দ্বিশর্করা
e. Vitamin A
. উত্তরঃ
i. NaHSO₄ -------------> b. বাই লবন
ii. ল্যাকটোজ-----------> d. দ্বিশর্করা
iii. নাইট্রোজেন বেস--> a. পিউরিন
iv. রিকেট----------------> c. Vitamin D

সংক্ষেপে উত্তর দাও

1. লবণ কাকে বলে? 

উঃ অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কোনও ধাতু বা ধাতুর ন্যায় আচরণকারী মৌলবর্গের দ্বারা আংশিক বা সম্পূর্ণ প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে তাকে লবণ বলে।

2. উদ্ভিদদেহে জলের দুটি গুরুত্ব উল্লেখ করো।

উঃ i) উদ্ভিদের দেহে জল সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় একটি প্রয়োজনীয় উপাদান।
ii) বীজের অঙ্কুরোদগম ঘটাতে জল সহায়তা করে।

3. ক্ষারকের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কী কী উৎপন্ন হয় তা সমীকরণের সাহায্যে দেখাও। 

উঃ ক্ষারকের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়। যেমন-
NaOH    +   HCl -----------> NaCl + H2O
( ক্ষারক)     ( অ্যাসিড)      ( লবণ)   (জল)

4. প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে? 

উঃ প্রাণিজ প্রোটিন গ্রহণ না করেও শুধুমাত্র প্রচুর পরিমাণে শ্বেতসার জাতীয় খাদ্য গ্রহণ করে মানুষ বহুদিন সুস্থ শরীরে বেঁচে থাকতে পারে। এই কারণে শ্বেতসার জাতীয় খাদ্যকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে।

5. অ্যাজেরপথলের অভাবে কী কী রোগলক্ষণ প্রকাশ পায়?

উঃ ভিটামিন A এর রাসায়নিক নাম অ্যাজেরপথল বা রেটিনল
অ্যাজেরপথলের অভাবে রাতকানা, অন্ধত্ব বা জেরপথ্যালমিয়া, ফিনোডার্মা, কেরাটোম্যাল্যাসিয়া, বৃক্কের পাথর সৃষ্টি হয়।

6. রিকেট রোগ হয় কোন্ ভিটামিন ও কোন্ খনিজের অভাবে?

উঃ রিকেট রোগ ভিটামিন D এর অভাবে এবং ক্যালসিয়ামফসফরাসের অভাবে রিকেট রোগ হয়।

দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন

1. প্রোটোপ্লাজমে কী কী অজৈব ও জৈব অণু থাকে? 
2. জীবদেহে জলের ভূমিকাগুলি ব্যাখ্যা করো। 
3. প্রোটিনের রাসায়নিক গঠন সংক্ষেপে বর্ণনা করো। 
4. DNA ও RNA-র পার্থক্য দেখাও। 
5. একটি জলে দ্রবণীয় ও একটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের মানবদেহে ভূমিকা উল্লেখ করো।

কোশ

সঠিক উত্তর নির্বাচন করো

1. রবার্ট হুক কত খ্রিস্টাব্দে কোশ আবিষ্কার করেন?
a. 1610 খ্রিস্টাব্দে b. 1660 খ্রিস্টাব্দে
c. 1665 খ্রিস্টাব্দে d. 1640 খ্রিস্টাব্দে
উঃ c. 1665 খ্রিস্টাব্দে।
2. কোশপর্দাকে P-L-P ত্রিস্তরীয় পর্দারূপে কোন্ বিজ্ঞানী অভিহিত করেন?
a. প্লেইডেন         b. রবার্টসন
c. ড্যানিয়েল       d. স্মিট
উঃ b. রবার্টসন
3. কোশের প্রোটিন ফ্যাক্টরি কোনটি?
a. লাইসোজোম    b. রাইবোজোম
c. সেন্টোজোম     d. মেসোজোম
উঃ b. রাইবোজোম
4. কোনটি সাইটোপ্লাজমের ট্রেশ এলিমেন্ট?
a. Na                 b. Mo
c.N                   d. H
উঃ b. Mo
5. কোশের মস্তিষ্ক কোনটি?
a. নিউক্লিয়াস      b. মাইটোকন্ড্রিয়া
c. লাইসোজোম   d. রাইবোজোম
উঃ a. নিউক্লিয়াস
6. কোন অঙ্গাণুকে কোশের শক্তি ঘর বলা হয়?
a. রাইবোজোম     b. লাইসোজোম
c. মাইটোকন্ড্রিয়া  d. সেন্ট্রিওল
উঃ c. মাইটোকন্ড্রিয়া
7. কোশের ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গানু
a. মাইটোকন্ড্রিয়া  b. রাইবোজোম
c. লাইসোজোম   d. গলগি বডিস
উঃ d. গলগি বডিস
8. নীচের কোন্‌টিকে সুইসাইড ব্যাগ বলে?
a. রাইবোজোম    b. লাইসোজোম
c. নিউক্লিয়াস      d. সেন্ট্রোজোম
উঃ b. লাইসোজোম

অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন

1. কোন্ কোশ অঙ্গাণু প্রাণীকোশ বিভাজনকালে বেম গঠন করে? 
উঃ সেন্ট্রিওল
2. অক্সিজোম দানা কোথায় থাকে?
উঃ মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার গায়ে।
3. থাইলাকয়েড কোথায় থাকে? 
উঃ ক্লোরোপ্লাস্টে।
4. মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রাচীরের ভাঁজগুলিকে কী বলে? 
উঃ মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রাচীরের ভাঁজগুলিকে ক্রিস্টি বলে।
5. DNA-র পুরো নাম কী?
উঃ DNA-র পুরো নাম ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড।

শূন্যস্থান পূরণ করো

1.____ কোশের শক্তিঘর বলে। 
উঃ মাইটোকনড্রিয়াকে
2. কোশের মস্তিষ্ক হল____
উঃ নিউক্লিয়াস
3. _____ কে কোশের প্রোটিন ফ্যাক্টরি বলে।
উঃ রাইবোজোমকে
4. রঙিন প্লাস্টিডদের ____ বলে।
উঃ ক্রোমোপ্লাস্ট।
5. ___কে সুইসাইড ব্যাগ বলে।
উঃ লাইসোজোম কে
6. ক্রোমোজোম সৃষ্টি হয় ____ থেকে।
উঃ নিউক্লিয় জালিকা
সত্য বা মিথ্যা নির্ণয় করো 
1.1932 খ্রিস্টাব্দে নল ও রুস্কা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। 
উঃ সত্য
2. সিঙ্গার ও নিকলসন কোশ পর্দার তরল মোজাইক নকশা আবিষ্কার করেন। 
উঃ সত্য 
3. অ্যামাইলোগ্লাস্টে প্রোটিন সঞ্চিত থাকে।
উঃ মিথ্যা 
4. মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ক্রিস্টি বলে।
উঃ মিথ্যা 

বাম ও ডান স্তম্ভ মেলাও

বাম স্তম্ভ ডান স্তম্ভ
i. ম্যাগনেসিয়াম পেকটেট a. মাইটোকনড্রিয়া
ii. কোশের মস্তিষ্ক b. মসৃণ ER
iii. অক্সিজোম c. মধ্য পর্দা
iv. টেস্টোস্টেরন d. লাইসোজোম
e. নিউক্লিয়াস
.. উত্তরঃ
i. ম্যাগনেসিয়াম পেকটেট ---> c. মধ্য পর্দা
ii. কোশের মস্তিষ্ক --------------> e. নিউক্লিয়াস
iii. অক্সিজোম ------------------> a. মাইটোকনড্রিয়া
iv. টেস্টোস্টেরন ---------------> b. মসৃণ ER

সংক্ষেপে উত্তর দাও

1. পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস কাকে বলে? 
2. প্রাইমরডিয়াল ইউট্রিকল কাকে বলে? 
3. নিউক্লিয়াসের প্রধান কাজ কী?
4. কোশপ্রাচীরের কাজগুলি সংক্ষেপে লেখো। 
5. মাইটোকনড্রিয়ার ধাত্র কী?
6. কার্ট হুইল মডেল কাকে বলে?

দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন

1. প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের পাঁচটি পার্থক্য দেখাও। 
উঃ ক্লিক করুন
2. উদ্ভিদ কোশ ও প্রাণীকোশের পাঁচটি পার্থক্য দেখাও।
3. কোশপ্রাচীরের গঠন চিত্রসহ বর্ণনা করো। 
4. মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্রের সাহায্যে বর্ণনা করো। 
5. নিউক্লিয়াসের বিভিন্ন অংশের চিহ্নিত চিত্রাঙ্কন করো। 
6. কোশপর্দার গঠন ও কাজগুলি উল্লেখ করো। 
7. একটি আদর্শ উদ্ভিদকোশের চিহ্নিত চিত্রাঙ্কন করো।

কলা

সঠিক উত্তর নির্বাচন করো

1. একই আকৃতি সম্পন্ন, পাতলা কোশপ্রাচীরবিশিষ্ট, সর্বদা বিভাজন সক্ষম তরুণ কোশ সমষ্টি হল-
a. স্বায়ী কলা           b. ভাজক কলা
c. প্যারেনকাইমা     d. কোলেনকাইমা
উঃ  b. ভাজক কলা
2.নিম্নলিখিত কোন কলার কোশপ্রাচীরে কূপ থাকে?
a. স্ক্লেরেনকাইমা   b. কোলেনকাইমা
c. ফ্লোয়েম              d. জাইলেম
উঃ a. স্ক্লেরেনকাইমা
3. কোন কলার মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয়?
a. ফ্লোয়েম              b. প্যারেনকাইমা
c. জাইলেম            d. কোলেনকাইমা
উঃ c. জাইলেম
4. কোন প্রকার প্রাণীকলা মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং স্নায়ুতে থাকে?
a. পেশিকলা           b. আবরণী কলা
c. স্নায়ুকলা            d. যোগকলা
উঃ c. স্নায়ুকলা

অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন

1. স্থায়ী কলা কাকে বলে? 
উঃ ভাজক গলা থেকে সৃষ্ট ও বিভাজনে অক্ষম এই রূপ পরিণত কলাকে স্থায়ী কলা বলে।
2. ক্যাম্বিয়াম কোথায় থাকে?
উঃ ব্যক্তজীবী ও গুপ্তজীবী উদ্ভিদের নালিকা বান্ডিলে ক্যাম্বিয়াম থাকে।
3. সারকোলেমা কী? 
উঃ পেশি কোশের আবরণীকে সারকোলেমা বলে।
4. নিউরিলেমা কী?
উঃ মায়োলিন সিদের ওপরের আবরণকে নিউরিলেমা বলা হয়।
5. স্নায়ুকলা কোথায় থাকে?
উঃ স্নায়ু কলা মস্তিষ্ক, সুষুম্নাকান্ড ও স্নায়ুতে থাকে।

শূন্যস্থান পূরণ করো

1. দৃঢ়তা প্রদান করা _____ কলার প্রধান কাজ। 
উঃ স্থায়ী কলার।
2. গুপ্তবীজী উদ্ভিদের নালিকা বান্ডিলে______ থাকে। 
উঃ পার্শ্বস্থ ভাজক কলা বা ক্যাম্বিয়াম
3. স্ক্লেরেনকাইমা কলার কোশ প্রাচীরে _____ থাকে।
উঃ কূপ 
4. ____ কলার পরিণত কোশে প্রোটোপ্লাজম থাকে।
উঃ প্যারেনকাইমা ও কোলেনকাইমা কলার

সত্য বা মিথ্যা নির্ণয় করো

1. ভাজক কলায় গৌণ কোশপ্রাচীর স্তর অনুপস্থিত। 
উঃ সত্য।
2. স্থায়ী কলার কোশগুলির মধ্যে ভ্যাকুওল থাকে না। 
উঃ মিথ্যা।
3. প্যারেনকাইমা কলার কোশগুলি সঞ্জীব হয়।
উঃ সত্য। 
4. যোগকলা মিউকাস, হরমোন উৎসেচক ক্ষরণ করে।
উঃ মিথ্যা।

বাম ও ডান স্তম্ভ মেলাও

বাম স্তম্ভ ডান স্তম্ভ
i. ট্র্যাকিড a. যোগকলা
ii. পেশি গঠন b. জাইলেম
iii. রক্ত c. আবরণী কলা
iv. ত্বক d. পেশী কলা
e. স্নায়ু কলা
উত্তরঃ
i. ট্র্যাকিড ---------> b. জাইলেম
ii. পেশি গঠন-----> d. পেশী কলা
iii. রক্ত ------------> a. যোগকলা
iv. ত্বক ------------> c. আবরণী কলা

সংক্ষেপে উত্তর দাও

1. প্যারেনকাইমা কলার দুটি বৈশিষ্ট্য লেখো।

উঃ i) প্যারেনকাইমা কলা সাধারণত সমান ব্যাস যুক্ত, গোলাকার বা বহুভূজবিশিষ্ট এবং সজীব কোশ দিয়ে তৈরি।
 ii) প্যারেনকাইমার কোশ প্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে গঠিত।

2. জাইলেম কলার উপাদানগুলি কী কী?

উঃ জাইলেম কলা চার প্রকার কোষ উপাদান দ্বারা গঠিত যথা- i) ট্রাকীড, ii) ট্রাকিয়া,  iii) জাইলেম প্যারেনকাইমা, iv) জাইলেম তন্তু 

3. ফ্লোয়েম কলার উপাদানগুলি লেখো?

উঃ ফ্লোয়েম কলা চার প্রকার কোষ উপাদান দ্বারা গঠিত যথা- i) সীভ্ উপাদান, ii) সঙ্গী কোশ, 
iii) ফ্লোয়েম প্যারেনকাইমা, iv)ফ্লোয়েম তন্তু

4. আবরণী কলা কোথায় থাকে? 

উঃ আবরণী কলা ত্বক বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মুক্ত তলে অবস্থিত।

5. পেশি কলার দুটি কাজ লেখো।

উঃ পেশি কলার দুটি কাজ হল-
i) পেশি কলা প্রাণীদের দেহে পেশি গঠন ও আকৃতি প্রদান করে।
ii) অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনে পেশী কলা সাহায্য করে

দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন

1. স্নায়ুকলার বৈশিষ্ট্যগুলি লেখো। 
2. যোগকলার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 
3. প্যারেনকাইমা ও কোলেনকাইমা কলার বৈশিষ্ট্যগুলি লেখো। 
4. স্থায়ী কলার বৈশিষ্ট্য ও কাজগুলি লেখো।।
5. ভাজক কলার বৈশিষ্ট্য, অবস্থান ও কাজ উল্লেখ করো।

মানবদেহের প্রধান অঙ্গসমূহ ও তাদের কাজ

সঠিক উত্তর নির্বাচন করো

1. কোন অঙ্গের আলফা ও বিটা কোশ থেকে গ্লুকাগন এবং ইনসুলিন ক্ষরিত হয়
a. অগ্ন্যাশয়         b. ত্বক 
c. পাকস্থলী        d. যকৃৎ
উঃ a. অগ্ন্যাশয়
 2. কোনটি মিশ্রগ্রন্থি
a. যকৃৎ              b. পাকস্থলী 
c. অগ্ন্যাশয়        d. বৃক্ক
উঃ c. অগ্ন্যাশয়
3. প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে
a. সুষুম্নাকাণ্ড      b. মস্তিষ্ক
c. ডিম্বাশয়         d. ফুসফুস
উঃ a. সুষুম্নাকাণ্ড
4. বক্ষগহ্বরে হূৎপিণ্ডের দুপাশে মধ্যচ্ছদার ওপরে অবস্থিত
a. প্লীহা              b. বৃক্ক
c. ফুসফুস         d. পাকস্থলী
উঃ c. ফুসফুস।

অতিসংক্ষিপ্ত প্রশ্ন 

1. কোন্ অঙ্গের মাধ্যমে দেহ থেকে CO2 ও জলীয় বাষ্প নির্গত হয়? 
উঃ ফুসফুস।
2. টেস্টোস্টেরন হরমোন কোন্ অঙ্গ ক্ষরণ করে? 
উঃ শুক্রাশয়।
3. ত্বক কোথায় থাকে?
উঃ ত্বক আমাদের দেহের বাইরে অবস্থিত। 
4. পিত্তরস কোন অঙ্গ ক্ষরণ করে? 
উঃ যকৃৎ
5. বুদ্ধি নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ?
উঃ মস্তিষ্ক।

শূন্যস্থান পূরণ করো

1. ____ কোশ জীর্ণ রক্ত কোশকে বিনষ্ট করে। 
উঃ প্লিহা
2. দেহে লবণ ও জলের সাম্যতা _____ বজায় রাখে।
উঃ বৃক্ক বা কিডনি
3. ডিম্বাশয় ____ হরমোন ক্ষরণ করে। 
উঃ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন।
4. মস্তিষ্ক____ মধ্যে সুরক্ষিত থাকে। 
উঃ করোটিকার
5. ____প্রাণীদেহের ভারসাম্য বজায় রাখে।
উঃ লঘু মস্তিষ্ক।

সত্য বা মিথ্যা নির্ণয় করো

1. কোশের সমষ্টিকে অঙ্গ বলে।
উঃ মিথ্যা। 
2. সুষুম্নাকাণ্ড প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। 
উঃ সত্য।
3. হৃৎপিণ্ড রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। 
উঃ সত্য।
4. প্লিহা দেহ থেকে CO₂ ও জলীয়বাষ্প নির্গত করে। 
উঃ মিথ্যা।
5. যকৃৎ দেহে জল ও লবণের সাম্যতা বজায় রাখে।
উঃ মিথ্যা।

বাম ও ডান স্তম্ভ মেলাও

বাম স্তম্ভ ডান স্তম্ভ
i. প্রশ্বাস ও নিঃশ্বাস a. অগ্ন্যাশয়
ii. অরনিথিন চক্র b. ফুসফুস
iii. প্রতিবর্ত ক্রিয়া c. যকৃৎ
iv. মিশ্রগ্রন্থী d. হৃদপিণ্ড
e. সুষুম্নাকান্ড
. উত্তরঃ
i. প্রশ্বাস ও নিঃশ্বাস--------> b. ফুসফুস
ii. অরনিথিন চক্র ---------> c. যকৃৎ
iii. প্রতিবর্ত ক্রিয়া ---------> e. সুষুম্নাকান্ড
iv. মিশ্রগ্রন্থী -----------------> a. অগ্ন্যাশয়

সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

1. ত্বকের দুটি কাজ উল্লেখ করো।

উঃ  ত্বকের দুটি কাজ হল-
i) ত্বক আমাদের দেহের কমল অংশকে রক্ষা করে।
ii) ত্বক আমাদের স্পর্শ অনুভূতি গ্রহণে সাহায্য করে।

2. অগ্ন্যাশয় কোথায় থাকে? 

উঃ মানবদেহের পাকস্থলীর পিছনে ডিওডিনামের দুই বাহুর মাঝখানে অবস্থিত।

3. শুক্রাশয় কোথায় থাকে? 

উঃ পুরুষ মানুষের উদর গহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে শুক্রাশয় অবস্থিত।

4. প্লিহার দুটি কাজ লেখো।

উঃ প্লিহার দুটি কাজ হল-
i) প্লিহা জীর্ণ বা বয়স্ক কোশকে ধ্বংস করে।
ii) মানব দেহের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে।

5. বৃক্ক কোথায় থাকে? 

উঃ মানব দেহের মেরুদন্ডের দুপাশে পেরিটোনিয়াম পর্দার নিচে অবস্থিত।

6. মস্তিষ্কের দুটি কাজ উল্লেখ করো। 

উঃ মস্তিষ্কের দুটি কাজ হল-
i) স্মৃতি, চিন্তা, বুদ্ধি প্রভৃতি উন্নত মানসিক বোধ নিয়ন্ত্রণ করে।
ii) মানব দেহের বিভিন্ন অংশের নানা শারীরবৃত্তিয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে।

7. উদ্ভিদের ক্ষেত্রে জলের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো।

i) উদ্ভিদের দেহে জল সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় একটি প্রয়োজনীয় উপাদান।
ii) বীজের অঙ্কুরোদগম ঘটাতে জল সহায়তা করে।

দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন

1. যকৃতের অবস্থান ও কাজগুলি উল্লেখ করো। 
2. অগ্ন্যাশয়ের অবস্থান ও ভূমিকা আলোচনা করো। 
3. মানবদেহে হৃৎপিণ্ড কোথায় থাকে ও তার ভূমিকা কী? 
4. সুষুম্নাকাণ্ডের অবস্থান এবং ভূমিকাগুলি উল্লেখ করো। 
5. বৃক্কের চিত্রাঙ্কন করো।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url