মুক্তিদাতা জার কাকে কেন বলা হয়?
মুক্তিদাতা জার কাকে বলা হয় এবং কেন?
উঃ জার দ্বিতীয় আলেকজাণ্ডারকে ‘মুক্তিদাতা জার’ বা Czar Liberator বলা হয়।
দ্বিতীয় আলেকজাণ্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কারণ -
রাশিয়ার জনসংখ্যার অধিকাংশই ছিল ‘ভূমিদাস’ বা ‘সার্ফ। অভিজাত সম্প্রদায়ের শোষণে তাদের জীবন ছিল দুর্বিষহ। দ্বিতীয় আলেকজাণ্ডারের ‘মুক্তির ঘোষণা’ (Edict of Emancipation) দ্বারা ১৮৬১ খ্রিস্টাব্দে রাশিয়ার ভূমিদাস প্রথার উচ্ছেদসাধন করেন। তাই তাঁকে ‘মুক্তিদাতা জার’ বলা হয়ে থাকে।