মনসবদারি প্রথা কি? মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন?

মনসবদারী প্রথা কি? কে প্রবর্তন করেন?
উত্তরঃ মনসবদারী প্রথা হল মুঘল যুগের সামরিক ও বে-সমারিক শাসনের সাংগঠনিক ভিত্তি। মনসবদারগণ নিজ নিজ পদমর্যাদা অনুসারে ১০ জন হতে ১০ হাজার পর্যন্ত সৈন্যবাহিনী পোষণের অধিকারী ছিলেন। মূলত সম্রাটের আত্মীয় বা বিশেষ আস্থাভাজন ব্যক্তির মধ্য হতে এঁরা মনোনীত হতেন। তবে এই পদ বংশানুক্রমিক ছিল না।
📃 মোঘল সম্রাট আকবর ভারতে মনসবদারী প্রথা প্রবর্তন করেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url