পেট্রো রাসায়নিক শিল্পকে আধুনিক শিল্প দানব বলে কেন?

পেট্রো রাসায়নিক শিল্পকে আধুনিক শিল্প দানব বলে কেন?
উঃ বর্তমান যুগে পেট্রো-রাসায়নিক শিল্পের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। বর্তমানে আধুনিক জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে প্রায় প্রতিটি প্রয়োজনীয় উপকরণ এই শিল্প থেকে পাওয়া যায়। এই শিল্পজাত পণ্যগুলিকে ভিত্তি করে আরও নানাবিধ শিল্পের বিকাশ ঘটেছে। পেট্রো- রাসায়নিক শিল্পকে ভিত্তি করে বিভিন্ন ধরনের শিল্প একই সঙ্গে বৃহৎ আকারে বিকাশ লাভ করে বলে এই শিল্পকে ‘আধুনিক শিল্প দানব’ বলা হয়।
ভারতে প্রথম পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠে 1966 সালে মহারাষ্ট্রের ট্রম্বেতে । অর্থাৎ ভারতে পেট্রোরসায়ন শিল্পের বয়স মাত্র 40 বছর। আধুনিক জীবনযাত্রায় ব্যবহৃত প্রায় প্রতিটি দ্রব্য এই শিল্প থেকে পাওয়া যায়। ফলে এই শিল্পের দ্রুত অগ্রগতি ঘটে। এই শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। তাই পেট্রো-রসায়ন শিল্পকে ‘উদীয়মান শিল্প’ বলা হয়।

যেসব প্রশ্ন হতে পারে-
1. শিল্প দানব কাকে বলে?
2. উদীয়মান শিল্প কি?
3. পেট্রো রসায়ন শিল্পকে শিল্প দানব বলা হয় কেন?
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url