দুর্গাপুর কে ভারতের রূঢ় বলা হয় কেন ?

দুর্গাপুর কে ভারতের রূঢ় বলা হয় কেন ?
উঃ দুর্গাপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলায় দামোদর নদের ধারে অবস্থিত একটি শিল্পাঞ্চল। রুঢ় হল জার্মানির অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এটি রুঢ় নদীর পাশে অবস্থান করছে। দুর্গাপুরের সাথে জার্মানির রুঢ়ের প্রধান মিল হল নদীর নৈকট্য। এছাড়া উভয় শিল্পাঞ্চলই লৌহ-ইস্পাত শিল্পকে কেন্দ্র করে বিস্তার লাভ করেছে। উভয় শিল্পাঞ্চলেই লৌহ-ইস্পাত কারখানার সাথে সাথে ইস্পাত অ্যালয় কারখানা, কোকচুল্লি ও নানান ইঞ্জিনিয়ারিং দ্রব্য তৈরির কারখানা গড়ে উঠেছে। জার্মানির রুঢ় শিল্পাঞ্চলের সাথে নানাবিধ সামঞ্জস্যের জন্য দুর্গাপুরকে ভারতের রুঢ় বলা হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url