করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন ?
করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন ?
উঃ ভারতের পূর্ব উপকূলের কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত উপকূলভাগকে করমণ্ডল উপকূল বলে। এই করমন্ডল উপকূলে বছরে বর্ষাকালে ও শীতকালে দুবার বৃষ্টিপাত হয় কারণ-
i) দক্ষিণ - পশ্চিম মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখার প্রভাবে করমণ্ডল উপকূলের পূর্বঘাট পর্বতে ধাক্কা খেয়ে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়।
ii) উত্তর-পূর্ব মৌসুমি বায়ু অর্থাৎ প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর একটি অংশ জাপান সাগর অতিক্রম করে জলীয় বাষ্প সংগ্রহ করে শীতকালে করমণ্ডল উপকূলের তামিলনাড়ুতে বৃষ্টিপাত ঘটায়।