সেক দেওয়ার বোতলে গরম জল ব্যবহার করা হয় কেন?

সেঁক দেওয়ার বোতলে গরম জল ব্যবহার করা হয় কেন?

সেঁক‌ দেওয়ার বোতলে বা ব্যাগে গরম জল ব্যবহার করা হয় কেন?
অথবা
সেঁক দেওয়ার জন্য বোতলে গরম জল নেওয়ার সুবিধা কী?
উত্তরঃ সেঁক দেওয়ার বোতলে এমন তরল নেওয়া দরকার যা অনেক সময় ধরে তাপ দিতে পারে। জলের আপেক্ষিক তাপ অন্যান্য সমস্ত তরলের চেয়ে বেশি। সেজন্য একই উষ্ণতা হ্রাসের জন্য জল অন্যান্য তরল অপেক্ষা অনেক বেশি পরিমাণ তাপ ছাড়ে। উষ্ণতা হ্রাসের হারও জলের ক্ষেত্রে অন্যান্য তরলের তুলনায় কম। এজন্য সেঁক দেওয়ার বোতলে অন্য কোনও তরলের পরিবর্তে জল নিয়ে অনেকক্ষণ সেঁক দেওয়া যাবে। এই কারণে ওই বোতলে গরম জল নেওয়া হয়।
কোন্ পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি এবং SI পদ্ধতিতে এর মান কত?
উত্তরঃ জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি।
SI এককে জলের আপেক্ষিক তাপ 4200 J/kg/K
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url