SI পদ্ধতি কাকে বলে? SI পদ্ধতিতে মোট একক কয়টি এবং SI পদ্ধতির কয়েকটি গুরুত্বপূর্ণ একক
SI পদ্ধতি কাকে বলে? SI পদ্ধতির গুরুত্বপূর্ণ একক
উঃ 1960 সালে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা বিভিন্ন প্রাকৃতিক রাশি পরিমাপের ক্ষেত্রে সমতা আনার জন্য সর্বজনস্বীকৃত একটি পদ্ধতি প্রচলন করেন।এই পদ্ধতিটিকে SI পদ্ধতি বলে।SI সম্পূর্ণ নাম International System of Units.
SI পদ্ধতিতে সাতটি রাশির একককে মৌলিক এককের মর্যাদা দেওয়া হয়েছে। যথা-
(i) দৈর্ঘ্যের একক— মিটার (m)
(ii) ভরের একক কিলোগ্রাম (kg)
(iii) সময়ের একক— সেকেন্ড (s)
(iv) তড়িৎপ্রবাহের একক— অ্যাম্পিয়ার (A)
(v) উষ্ণতার একক— কেলভিন (K)
(vi) দীপন প্রাবল্যের একক— ক্যান্ডেলা (cd)
(vii) পদার্থের পরিমাপের একক—মোল (mol)
এছাড়া এই পদ্ধতিতে আরও দুটি রাশির একক নির্দিষ্ট করা হয়েছে। এরা হল কোণ ও ঘনকোণ এবং এদের একক দুটি যথাক্রমে রেডিয়ান (rad) এবং স্টেরেডিয়ান (Sr)।
SI পদ্ধতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ একক
1. si পদ্ধতিতে বলের একক কী?
উঃ নিউটন
2. si পদ্ধতিতে তাপের একক কী?
উঃ জুল।
3. si পদ্ধতিতে জলের ঘনত্ব কত?
উঃ 4°C উষ্ণতায় S.I এককে বিশুদ্ধ জলের ঘনত্ব = 1 × 1000 কিগ্রা / ঘন মিটার। =1000 কিগ্রা / ঘন মিটার।
4. si পদ্ধতিতে ঘনত্বের একক কি?
উঃ কিলোগ্ৰাম মি-³
5. si পদ্ধতিতে চাপের একক কী?
উঃ পাস্কেল।
6. ভরবেগের এস আই একক কি?
উঃ ভরবেগের এস আই একক কিলোগ্রাম-মিটার/সেকেন্ড (kg m/s)।
7. বলের SI একক কি?
উঃ নিউটন।
8. শক্তির এসআই একক কি?
উঃ জুল।
9. তাপমাত্রা এস আই একক কি?
উঃ কেলভিন।
10. কম্পাঙ্কের এসআই একক কি?
উঃ হার্জ।
11. ক্ষমতার এস আই একক কি?
উঃ ওয়াট।
12. টর্কের এস আই একক কি?
উঃ নিউটন মিটার ( Nm)
13. রোধের এস আই একক কি?
উঃ ওহম।
14. রোধাঙ্কের এসআই একক কি?
উঃ ওহম মিটার।
15. ম্যাগনেটিক ফ্লাক্সের এস আই একক কি?
উঃ ওয়েবার।
16. হেনরি কিসের একক?
উঃ আবেশের ( Inductance) এসআই একক।
17. নিউটন কিসের একক?
উঃ বলের এস আই একক।
18. টেসলা কিসের একক?
উঃ চৌম্বক আবেশনের ( Magnetic Field) এসআই একক।
19. বার কিসের একক?
উঃ চাপের মেট্রিক একক।
20. ফ্যারাডে কিসের একক?
উঃ ধারকত্বের (Capacitance) এসআই একক।
21. ওয়েবার কিসের একক?
উঃ চৌম্বক ফ্লাক্সের (Magnetic Flux) এস আই একক।
আরো দেখুন -