হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন?
হাতে ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন?
উঃ স্পিরিট উদ্বায়ী পদার্থ—তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়। হাতে এক ফোঁটা স্পিরিট ফেললে ওই স্পিরিট দ্রুত বাষ্পায়নের জন্য হাত থেকে দ্রুত লীনতাপ সংগ্রহ করে। হাত ওই লীনতাপ দিয়ে দেওয়ায় শীতল হয় তাই হাতে আমরা ঠান্ডা বোধ করি।
My impotent website for my studies