রোম সাম্রাজ্যের অবদান কি কি ছিল? জার্মানরা কি ভাবে রোম সাম্রাজ্যে বসবাস শুরু করেছিল?

রোম সাম্রাজ্যের অবদান ও জার্মানদের রোম সাম্রাজ্যে বসবাস

রোম সাম্রাজ্যের কি কি অবদান ছিল?
উত্তরঃ রোমান সাম্রাজ্যের পতন হলেও রোমান সভ্যতার দুটি অবদান ছিল। একটি রোমান আইন এবং অপরটি রোমান সাম্রাজ্যের অখণ্ডতার অস্তিত্বে বিশ্বাস। পশ্চিম ইউরোপের বিভিন্ন অঞ্চলে বসতি বিস্তারকালে জার্মানরা রোমের আইনগুলিকে মেনে নিয়েছিল। জার্মানদের কোনো লিখিত আইন ছিল না। তাই রোমান সাম্রাজ্যের লিখিত আইনগুলি মেনে নেওয়া তাদের পক্ষে ছিল সহজ ও স্বাভাবিক।
অন্যদিকে, রোমানরা কখনোই রোমান সাম্রাজ্যের পতনের ধারণায় বিশ্বাসী ছিল না। পূর্ব ও পশ্চিম—দুই সাম্রাজ্যের অস্তিত্বও তারা স্বীকার করেনি। তারা প্রাচীন রোমান সাম্রাজ্যের ঐতিহ্যে বিশ্বাসী ছিল।
জার্মানরা কীভাবে রোম সাম্রাজ্যে বসবাস শুরু করেছিল?
উত্তরঃ জার্মানরা বিভিন্ন গোষ্ঠীতে ভাগ হয়ে কৃষিজমির সন্ধানে দেশত্যাগ করে ইউরোপের পশ্চিমে ও দক্ষিণে এগিয়ে যেতে থাকে। এই সময় রোমে দাসব্যবস্থা ভেঙে পড়েছিল। জার্মান চাষি ও সৈনিকদের সাহায্য রোমানদের পক্ষেও অপরিহার্য হয়ে ওঠে। সম্রাট মার্কাস অরেলিয়াস তাঁর সাম্রাজ্যের সীমানার মধ্যেই জার্মানদের বসবাস করার অনুমতি দেন। চতুর্থ শতক পর্যন্ত জার্মানরা শান্তিপূর্ণ ভাবেই রোমান সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে তাদের বসতি গড়ে তোলে।

কয়েকটি রোম সাম্রাজ্য বিষয়ে প্রশ্ন উত্তর

রোম সাম্রাজ্যের বর্তমান নাম কি ?
উঃ বাইজেন্টাইন।
রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন?
উঃ প্রথম থিয়ডসিয়া
রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ অগাস্টাস সিজার।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url