চিনে কী ভাবে কৃষি সংস্কার করা হয়?
চিনে কৃষি সংস্কার কীভাবে করা হয়?
উত্তরঃ কৃষকরা চাষবাসের কাজের জন্য মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ গ্রহণ করত। মহাজনদের কবল থেকে প্রজাদের রক্ষা করার জন্য সরকার ২% হারে অর্থাৎ ১০০ টাকায় ২ টাকা হারে সুদ কৃষকদের বাৎসরিক ঋণদানের ব্যবস্থা করত। কৃষকরা উৎপন্ন ফসল দিয়ে নির্দিষ্ট সময়ে ঋণ শোধ করতে পারত। জমি জরিপ করে জমির উর্বরতা অনুসারে জমিকে বিভক্ত করে কৃষকদের কর ধার্য করা হত। প্রত্যেক জমি ও সম্পত্তির তালিকাও প্রস্তুত করা হত। এইভাবে জমির সমস্ত হিসাব স্থির করে সমস্ত জমি কৃষকদের মধ্যে সমানভাবে বণ্টন করে দেওয়া হত। কোন জমি হতে কত খাজনা গ্রহণ করা হবে তা প্রতি বছর স্থির করা হত।