কেন কনস্টান্টাইন রোমান সাম্রাজ্যের রাজধানী বাইজেন্টিয়াম শহরে স্থানান্তর করেন?

কনস্টানটাইনের রাজধানী স্থানান্তরিত ও কার্যাবলি

সম্রাট কনস্টানটাইন কী কারণে বাইজানটিয়ামে রাজধানী স্থানান্তরিত করেছিলেন?
উত্তরঃ খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর প্রথম দিকে রোমের
সম্রাট ছিলেন কনস্টানটাইন। তিনি বাইজানটিয়ামে তাঁর রাজধানী স্থানান্তরিত করেন। পরে তাঁর নাম থেকেই বাইজানটিয়ামের নাম হয় কনস্ট্যান্টিনোপল। বাইজানটিয়ামে রাজধানী স্থানান্তর করার পিছনে তিনটি কারণ ছিল। 
১) বাইজানটিয়াম রোম সাম্রাজ্যের মধ্যভাগে অবস্থিত ছিল। সাম্রাজ্যের শাসনব্যবস্থা সুষ্ঠুভাবে চালানোর জন্য তাঁর রাজধানীর কেন্দ্রীয় অবস্থান দরকার ছিল।
২) বাইজানটিয়াম থেকে সিরিয়া, আর্মেনিয়া প্রভৃতি সীমান্তের ওপর নজর রাখা যেত। এই সময়ে এই অঞ্চলগুলিতে বাণিজ্যের প্রসার ঘটেছিল। 
৩) রোমে গণতান্ত্রিক প্রভাব বাড়ছিল বলে সেখানে সম্রাটের একচ্ছত্র ক্ষমতা কিছুটা হ্রাস পাচ্ছিল।
এইসব কারণেই কনস্টানটাইন রোম থেকে তাঁর রাজধানী বাইজানটিয়ামে সরিয়ে আনেন।

সম্রাট কনস্টানটাইনের প্রধান প্রধান কার্যাবলি বর্ণনা করো।
উত্তরঃ সম্রাট কনস্টানটাইনের রাজত্বকালের প্রধান ঘটনাগুলি হল—
বাইজানটিয়ামে রাজধানী স্থানান্তর।
খ্রিস্টধর্ম গ্রহণ ও খ্রিস্টধর্মকে সরকারি ধর্মরূপে স্বীকৃতি দান।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url