রোমান সাম্রাজ্যের দুটি রাজধানী কেন কে প্রতিষ্ঠা করেন ?
রোমান সাম্রাজ্যের দুটি রাজধানী কেন কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ সম্রাট কনস্টানটাইন রোমান সাম্রাজ্যের দুটি রাজধানী স্থাপন করেন। এক সময় রোমান সাম্রাজ্য রোমকে কেন্দ্র করে তিনটি মহাদেশ যথা—ইউরোপ, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকায় বিস্তৃত হয়। সম্রাট কনস্টানটাইন একসময় উপলব্ধি করেন যে, রোম থেকে সমগ্র সাম্রাজ্য শাসন করা সম্ভব নয়; এতে বিশৃঙ্খলা ঘটবেই। তাই তিনি বসফরাস প্রণালীর তীরে প্রাচীন বাইজানটাইন নগরীকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। সম্রাট কনস্টানটাইনের নাম অনুসারে এই রাজধানীর নাম হয় কনস্ট্যান্টিনোপল।