রোমান সাম্রাজ্যের দুটি রাজধানী কেন কে প্রতিষ্ঠা করেন ?

 রোমান সাম্রাজ্যের দুটি রাজধানী কেন কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ সম্রাট কনস্টানটাইন রোমান সাম্রাজ্যের দুটি রাজধানী স্থাপন করেন। এক সময় রোমান সাম্রাজ্য রোমকে কেন্দ্র করে তিনটি মহাদেশ যথা—ইউরোপ, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকায় বিস্তৃত হয়। সম্রাট কনস্টানটাইন একসময় উপলব্ধি করেন যে, রোম থেকে সমগ্র সাম্রাজ্য শাসন করা সম্ভব নয়; এতে বিশৃঙ্খলা ঘটবেই। তাই তিনি বসফরাস প্রণালীর তীরে প্রাচীন বাইজানটাইন নগরীকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। সম্রাট কনস্টানটাইনের নাম অনুসারে এই রাজধানীর নাম হয় কনস্ট্যান্টিনোপল

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url