তাং বংশের প্রতিষ্ঠাতা কে? তাং তাই সুংকে তাং যুগের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় কেন? তাং বংশের প্রশ্ন ও উত্তর

তাং তাই সুংকে তাং যুগের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় কেন?
উত্তরঃ তাং তাই সুং চিন সাম্রাজ্যের ঐক্য সম্পূর্ণভাবে ফিরিয়ে এনেছিলেন। তাই সুং ছিলেন তাং বংশের শ্রেষ্ঠ সম্রাট। দক্ষ, কর্মনিপুণ ও কর্তব্যপরায়ণ সম্রাট হিসেবে তাঁর খ্যাতি ছিল।

তাং বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ তাং বংশের প্রতিষ্ঠাতা সুই বংশের ক্ষমতাসম্পন্ন পদস্থ কর্মচারি লি-ইউয়ান। ইনিই ইতিহাসে সম্রাট কাও সু নামে পরিচিত।
তাং রাজাদের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ তাং রাজাদের রাজধানী ছিল চাঙ্গান ।
তাং বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
উত্তরঃ তাং বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন তাই সুং।
কোন চিন সম্রাটের রাজত্বকালে চিন সাম্রাজ্য সর্বাধিক আকার ধারণ করেছিল?
উত্তরঃ সম্রাট সুয়াং সু-এর রাজত্বকালে চিনের সাম্রাজ্য সবচেয়ে বড়ো আকার ধারণ করেছিল।
তাং যুগের দু'জন বিখ্যাত কবি কারা ছিলেন?
উত্তরঃ তাং যুগের দু'জন বিখ্যাত কবি ছিলেন লি পো ও তুফু।
তাং যুগের বিখ্যাত শিল্পী কে ছিলেন?
উত্তরঃ তাং যুগের বিখ্যাত শিল্পী ছিলেন উ তাও সুয়ান।
পৃথিবীর সর্বপ্রথম ছাপা শিল্প কবে কোথায় গড়ে উঠেছিল?
উত্তরঃ পৃথিবীর সর্বপ্রথম ছাপা শিল্প তাং যুগে চিনে গড়ে ওঠে।
তাং রাজারা কত বছর চিনে রাজত্ব করেন?
উত্তরঃ প্রায় তিনশ' বছর।
তাং যুগের আইনের প্রধান ভিত্তি কী ছিল?
উত্তরঃ তাং যুগের আইনের প্রধান ভিত্তি ছিল ঐক্যবদ্ধ ও শক্তিশালী আইন ব্যবস্থার প্রবর্তন।
আইনের পুনর্গঠন কোন রাজাদের আমলে ঘটে ?
উত্তরঃ তাং যুগে আইনের পুনর্গঠন করা হয়।
চিনের তাং যুগের শিল্পকলার প্রধান বৈশিষ্ট্য কী ছিল?
উত্তরঃ চিনের তাং যুগের শিল্পকলার প্রধান বৈশিষ্ট্য ছিল গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পের দ্বারা প্রভাবিত হওয়া।
তাং যুগের সর্বাপেক্ষা বড়ো অবদান কী?
উত্তরঃ মুদ্রণ শিল্প।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url