ক্যারোলিঞ্জীয় রেনেসাঁস কি?
ক্যারোলিঞ্জীয় রেনেসাঁস কি?
উত্তরঃ ঐতিহাসিকরা শার্লাম্যানকে মধ্যযুগের শ্রেষ্ঠ রাজাদের অন্যতম মনে করেন। শার্লাম্যানকে যুগ পরিবর্তনের নায়ক, নতুন সভ্যতার অগ্রদূত বলেও মনে করা হয়। তাঁর যুগে জ্ঞানের যে স্ফুরণ হয়েছিল তাকে ক্যারোলিঞ্জীয় রেনেসাঁস বলা হয়।
মনাস্টারি কী ?
উত্তরঃ মনাস্টারি হল খ্রিস্টান মঠ। এই মঠের প্রধান বাসিন্দা ছিলেন সন্ন্যাসী ও সন্ন্যাসিনীরা।
মঙ্ক কাদের বলা হত?
উত্তরঃ মঠবাসী সন্ন্যাসীদের বলা হত মঙ্ক।
অ্যাবেলর্ড কে ছিলেন?
উত্তরঃ অ্যাবেলর্ড ছিলেন প্যারিস বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত পণ্ডিত।
বলোনা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ বলোনা বিশ্ববিদ্যালয় ইতালিতে অবস্থিত।
মধ্যযুগে ইংল্যান্ডের সবচেয়ে বড়ো বৈজ্ঞানিক কে ছিলেন?
উত্তরঃ মধ্যযুগে ইংল্যান্ডের সবচেয়ে বড়ো বৈজ্ঞানিক ছিলেন রোজার বেকন।