জেনারেল নলেজ এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব -6

361. মীর কামার উদ-দিন সিদ্দিকি মুঘল আনুকুল্যে কোন রাজ্য প্রতিষ্ঠা করেন?
উঃ হায়দ্রাবাদ।
362. 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী কোন সমাজ প্রতিষ্ঠা করেন?
উঃ আর্য সমাজ।
363. পূর্ব ভারতে ব্রিটিশদের প্রথম বাণিজ্যকেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল ?
উঃ ওড়িশা।
364. ভারতের প্রথম গভর্ণর জেনারেল কে ছিলেন ?
উঃ উইলিয়ম বেন্টিঙ্ক।
365. ইংরেজি ভাষায় ভারতের প্রথম সংবাদপত্র কোনটি?
উঃ দ্য বেঙ্গল গেজেট ।
366. শ্রীনগরের শালিমার বাগ কে তৈরি করেছিলেন?
উঃ জাহাঙ্গির
367. কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উঃ রাজা রামমােহন রায়।
368. ইন্ডিয়ান অ্যাসােসিয়েশনের প্রতিষ্ঠাতা কে?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
369. ভারতের প্রথম সত্যাগ্রহ কোথায় হয়েছিল?
উঃ চম্পারণে
370. কে মহাত্মা গান্ধীকে জাতির জনক আখ্যা দিয়েছিলেন ?
উঃ সুভাষচন্দ্র বসু 
371. বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরের নাম কী?
উঃ এক্সোস্ফিয়ার।
372. নিচের কোনটি রূপান্তরিত শিলা নয়?
(A) মার্বেল (B) গ্রানাইট (C) কোয়ার্টাজ (D) সিষ্ট
উঃ গ্রানাইট।
373. আরাবল্লী পর্বতমালা কি ধরনের পর্বত ?
উঃ প্রাচীন ভঙ্গিল পর্বত।
374. পৃথিবীর গড় ঘনত্ব কত গ্রাম / ঘন সেমি ?
উঃ 5.5
375. সিসমােগ্রাফ যন্ত্র দিয়ে কী পরিমাপ করা হয় ?
উঃ ভূমিকম্প
376. বেলেপাথর কী ধরণের শিলা?
উঃ পাললিক শিলা।
377. সারা বছর ধরে ভূ-পৃষ্ঠের সমান্তরালে একই দিকে এগিয়ে গতিবেগে যে বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে ?
উঃ নিয়ত বায়ু।
378. সরাস কী ধরণের মেঘ?
উঃ বেশি উচ্চতার।
379. কোন জলবায়ু অঞ্চল পৃথিবীর শ্রেষ্ঠ ধান ও পাট উৎপাদক অঞ্চল?
উঃ মৌসুমি জলবায়ু অঞ্চল।
380. মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত?
উঃ নেপাল।
381. গ্রান্ড ক্যানিয়ন গিরিখাত কোন দেশে অবস্থিত?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র
382. পৃথিবী কোন বল দিয়ে সব বস্তুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে?
উঃ অভিকর্ষ।
383. থার্মোফ্লাক্সে নিচের কোন ঘটনাটি ঘটে ?
(A) শীতল তরল শীতল থাকে
(B) উষ্ণ তরল উষ্ণ থাকে।
 C) A ও B দুটোই সত্য 
(D) কোনােটিই নয়
উঃ A ও B দুটোই সত্য।
384. সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কি ?
উঃ অসদবিম্ব।
385. স্টেইনলেস স্টিল কী কী ধাতু নিয়ে গঠিত?
উঃ লৌহ ও ক্রোমিয়াম।
386. পরমাণু ক্রমাঙ্ক কী?
উঃ প্রোটন সংখ্যা।
387. জারণ প্রক্রিয়ায় নিচের কোনটি যুক্ত হয়?
(A) নাইট্রোজেন (B) হাইড্রোজেন (C) জল (D) অক্সিজেন
উঃ অক্সিজেন।
388. গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লােহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় ?
উঃ জিঙ্ক 
389. পৃথিবীর বায়ুমণ্ডলে কত শতাংশ অক্সিজেন আছে?
উঃ 20.60%
390. কয়লা পরিশােধনের পদ্ধতিকে কী বলা হয়?
উঃ কোল ওয়াশিং 
391. কোনটি থেকে বায়ােইথানল তৈরি হয় ?
উঃ আখ 
392.কোন প্রক্রিয়াটি সূর্যের শক্তির উৎস?
উঃ ফিউশন।
393. ভারতের পশ্চিম দিকের শেষ দ্রাঘিমা রেখাটি কোন শহরের উপরে অবস্থিত ?
উঃ নাগপুর।
394. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রতীকে কোন প্রাণীকে প্রতীক রূপে ব্যবহার করা হয় ?
উঃ সিংহ।
395. কুচিপুড়ি নাচের উৎস কোন রাজ্যে ?
উঃ আন্ধ্র প্রদেশ।
396. কীসের অভাবে রাতকানা রােগ হয় ?
উঃ ভিটামিন-A
397. কোন দেশের সংবিধান বিশ্বের বৃহত্তম ?
উঃ ভারত।
398. নিচের কোনটি মৌলিক অধিকার নয়?
উঃ সম্পত্তির অধিকার
399. বায়ু দূষণের জন্য দায়ী যানবাহন নির্গত সর্বাধিক ক্ষতিকর গ্যাস কোনটি ?
উঃ কার্বন মনাে অক্সাইড।
400. কাকড়ার কতগুলি পা আছে?
উঃ 6 
401. আয়ন কীভাবে তৈরি হয় ?
উঃ ইলেক্ট্রন গ্রহণ বা, বর্জন করে।
402. ভ্যানিশিং কালার তৈরি করতে ফেনফথ্যালিনের সঙ্গে কোন মিশ্রণ যােগ করা হয় ?
উঃ অ্যামােনিয়ার জলের মিশ্রণ
403. জেট ও রকেটের গতি কোন নীতির ওপর ভিত্তি করে হয় তৈরি?
উঃ নিউটনের তৃতীয় সূত্র
404. নীচের কোনটি তৃতীয় শ্রেণির লিভার ?
(A) টেকি B) মানুষের চোয়াল (C) হাতে টানা গাড়ি (D) সাধারণ তুলাযন্ত্র
উঃ মানুষের চোয়াল।
405. একজন মানুষের অধিকতর ওজন কখন হয় ?
উঃ মেরুতে
406. একটি দোলকে চাদে নিয়ে গেলে কি হবে ?
উঃ স্লো হবে।
407.কোন তলটি তাপের উত্তম শােষক ?
উঃ কালাে অমসৃণ তল
408. 0°C'এর 1gm জল থেকে 80 Cal তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে?
উঃ 0°C
409. দন্ত চিকিৎসকরা কোন আয়না ব্যবহার করেন ?
উঃ অবতল আয়না।
410. হীরকের কোন ধর্মের জন্য এটি একটি
মূল্যবান রত্ন হিসাবে ব্যবহৃত হয় ?
উঃ উচ্চ প্রতিসরাঙ্কের জন্য
411. স্থায়ীচুম্বক তৈরির জন্য আমরা ব্যবহার করি ?
উঃ ইস্পাত।
412.কোন যন্ত্রে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম প্রযোজ্য ?
উঃ মোটর।
413. এক্স রশ্মির আবিষ্কার কে ?
উঃ রন্টজেন।
414. সঞ্চয়ক কোশে কী সঞ্চিত হয় ?
উঃ রাসায়নিক শক্তি।
415.আপেল থেকে কোন অ্যাসিড পাওয়া যায় ?
উঃ ম্যালিক অ্যাসিড।
416. লিগনাইট কি ?
উঃ লিগনাইট হল এক ধরনের কয়লা।
417. লাফিং গ্যাস' কি ?
উঃ N2O
418. পানীয় জলে কার উপস্থিতি কাম্য?
উঃ Ca
419. উদ্ভিদ কোশের গলগি বডিকে কী বলা হয় ?
উঃ ডিকটিওজোম।
420. প্রাণীদের কোন কোশ বিভাজিত হয় না?
উঃ স্নায়ুকোশ।
421. নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়?
উঃ ক্যারিওকাইনেসিস।
422. HIV/AIDS ভাইরাস কি ?
উঃ RNA ভাইরাস।
423. নিমাটোফোর (শ্বাসমূল) এর উপস্থিতি দেখা যায় কোন জাতীয় উদ্ভিদে ?
উঃ ম্যানগ্রোভ উদ্ভিদে।
424. সর্বাপেক্ষা দ্রুতগামী স্থলবাসী প্রাণী কোনটি?
উঃ চিতা।
425. গােলকৃমি পাওয়া যায় কোথায়?
উঃ মানুষের ক্ষুদ্রান্তে।
426.'সালােকসংশ্লেষ'সর্বাপেক্ষা সক্রিয় হয় কোন আলােতে?
উঃ লাল আলাে
427. সালােকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ কোনটি?
উঃ স্বর্ণলতা
428. ফুসফুসের আবরণীকে কী বলে?
উঃ প্লুরা।
429. কোন কোশীয় অঙ্গানু বিপর্দা বিশিষ্ট ?
উঃ প্লাসটিড।
430. কবি জয়দেব কোন রাজার রাজসভা অলংকৃত করেন?
উঃ লক্ষণসেন
431. কোন সুলতান পােলাে খেলতে গিয়ে মারা যান ?
উঃ কুতুব-উদ-দীন আইবক।
432. বাংলায় আদিনা মসজিদ কে তৈরি করেন ?
উঃ সিকন্দার শাহ।
433. বাহুমণি রাজ্যের রাজধানী কোথায় ছিল?
উঃ গুলবর্গা।
434. বুলন্দদরজা কে তৈরি করেছিলেন ?
উঃ আকবর।
435. 1857 সালের বিদ্রোহ কাকে ভারতের সম্রাট ঘোষণা করা হয় ?
উঃ দ্বিতীয় বাহাদুর শাহ ।
436. 'ভারতসভা' কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1876 খ্রিস্টাব্দে।
437. লখনউ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উঃ 1916 খ্রিস্টাব্দে।
438. খিলাফৎ আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন?
উঃ মহম্মদ আলী ও সৌকত আলী
439. 'India Wins Freedom' গ্রন্থটির রচয়িতা কে?
উঃ আবুল কালাম আজাদ ।
440. কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়?
উঃ 1920 খ্রিস্টাব্দে।
441. 2016 সালের নােবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন?
উঃ জন ম্যানুয়াল স্যান্টোস
442. নতুন প্রতিরক্ষা মন্ত্রী নির্মল সীতারমন, কোন রাজ্য থেকে রাজ্য সভায় প্রতিনিধি করেছেন ?
উঃ কর্ণাটক।
443. 2017 সালের আইসিসি মহিলাদের ক্রিকেটে চ্যাম্পিয়ন হল কোন দেশ?
উঃ ইংল্যান্ড।
444. 2017 সালের 12তম G-20 সম্মেলনের আয়ােজক দেশ কোনটি ?
উঃ হামবুর্গ
445. ভারত নিজেকে কোন রােগের থেকে
মুক্ত হিসাবে ঘােষণা করল?
উঃ H5N1
446. 'The Ministry of utmost Happiness' বইটি কার লেখা?
উঃ অরুন্ধতী রায়।
447. কোন দেশ ইউনেস্কো থেকে নিজেদের অপসারণের কথা বলেছেন?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্র।
448. Citizen Clem এর লেখক কে?
উঃ John Bew
449. কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলােয়াড় 2017 সালের ইন্দোনেশিয়া ওপেন এ জয়লাভ করেছেন?
উঃ কিদাম্বী শ্রীকান্ত।
450. ভারতে 2017 সাংবিধানিক দিবস পালিত হল কবে?
উঃ 26 নভেম্বর।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url