Railway Group D 2018 General Knowledge solved paper part- 4

Railway Group D 2018 General Knowledge solved paper Last Part

1. বাজেট বােঝানাের জন্য কারিগরি শব্দটি কী?
উঃ বার্ষিক আর্থিক বিবৃতি
2. আশ্বিনী পোনাপ্পা কোন খেলার জন্য বিখ্যাত?
উঃ ব্যাডমিন্টন।
3. নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোন রাজ্য সরকার অপারেশন দুর্গা চালু করেছে?
উঃ হরিয়ানা।
4. ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দফতর কোথায় অবস্থিত?
উঃ মুম্বাই।
5. খাসি, গারাে এবং জৈন্তিয়া পাহাড় কোথায় অবস্থিত?
উঃ মেঘালয়।
6. কথাকলি কোথাকার শাস্ত্রীয় নৃত্যনাট্য ?
উঃ কেরল।
7. কোন বছরে শচীন টেন্ডুলকার ভারত রত্নে ভূষিত হন?
উঃ 2014
8. কোন কেন্দ্রীয় মন্ত্রক ভারতের প্রথম ডিজিটাল অনলাইন অঙ্কোলজি টিউটোরিয়াল সিরিজ চালু করেছে?
উঃ স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন মন্ত্রক
9. নবজ্যোৎ সিংহ সিধু, সম্প্রতি কোন রাজনৈতিক দলে যােগ দেন?
উঃ ভারতীয় জাতীয় কংগ্রেস।
10. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ সুইজারল্যান্ড।
11. জাপানের সাহায্যে সম্পন্ন পায়থান (জয়কওয়াডি) জল-বৈদ্যুতিক প্রকল্পটি কোন নদীতে অবস্থিত ?
উঃ গােদাবরী
12. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
উঃ আমেরিকা।
13. প্রথম ব্ৰহ্মপুত্র সাহিত্য উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ গুয়াহাটি
14. ভারতের প্রাচীনতম তেল শােধনাগার, ডিগবােই কোথায় অবস্থিত?
উঃ আসাম
15. ভারতের প্রথম 'নগদহীন' দ্বীপটি কোনটি?
উঃ করাঙ্গ দ্বীপ
16. ভারতের সবচেয়ে কম বয়সী পাইলট এবং কাশ্মিরের প্রথম মহিলা পাইলট কে?
উঃ আয়শা আজিজ।
17. সামাজিক সংস্কারকদের মধ্যে কার জন্মদিন স্মরণীয় করার জন্য 12 ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়?
উঃ স্বামী বিবেকানন্দ।
18. কোন খেলাধুলা/খেলাটি ইয়ওনেক্স কাপের সাথে যুক্ত?
উঃ ব্যাডমিন্টন
19. গোয়ার রাজধানীর নাম কি?
উঃ পানাজি।
20. সুকন্যা সমৃদ্ধি প্রকল্প ভারত সরকার দ্বারা যার অধীনে একটি উপ প্রকল্প হিসাবে চালু হয়েছিল:
উঃ বেটি বাঁচাও বেটি পড়াও
21. কোনটি আসামের একটি দ্বীপ, যার সুরক্ষার জন্য সরকার একটি প্রকল্প চালু করেছে?
উঃ মাজুলি।
22. অভিরাজ ভাল কে?
উঃ আর্বান কলাপ -এর প্রতিষ্ঠাতা
23.কোন খেলাটি নাইডু ট্রফির সাথে যুক্ত?
উঃ দাবা
24. কোন ব্যাংকটি ভারতবর্ষে প্রথম বার গ্রাহক পরিষেবার জন্য একটি ইন্টেরাক্টিভ হিউমানয়েড (যার নাম 'ইরা) কে স্থাপন করেছে ?
উঃ এইচডিএফসি ব্যাংক
25. ভারতীয় জাতীয় আন্দোলনের সময় বিখ্যাত উপন্যাস 'আনন্দমঠ' কে রচনা করেছিলেন?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
26. আজীবন সম্মাননার জন্য ধ্যানচাঁদ পুরষ্কার দেওয়া শুরু হয় কত সাল থেকে ?
উঃ 2002
27. এআরডিসি কোন ব্যাংকের শাখা?
উঃ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভলপমেন্ট
28. মণিপুর কত সালে ভারতের অংশ হয় ?
উঃ 1949 সালে।
29. 6,117 জন কুচিপুড়ি নৃত্যশিল্পী নতুন এক গিনেস বিশ্ব রেকর্ড তৈরি করে একটি একক অনুষ্ঠানে একসাথে নাচ করেন স্থানটি কোথায়?
উঃ বিজয়ওয়াড়া।
30. কোন ক্রীড়া/খেলার সাথে ইন্দিরা প্রধান ট্রফি জড়িত?
উঃ ভলি বল
31. অরুনিমা সিনহা কে?
উঃ প্রথম ভারতীয় শারীরিক প্রতিবন্ধী ভদ্রমহিলা যিনি মাউন্ট এভারেস্টে উঠেছেন।
32. গােয়া কত সালে ভারতের অংশ হয় ?
উঃ 1962 সালে।
33. "দ্য ইন্টারপ্রিটার অফ মালাডিস" এর রচয়িতা কে ?
উঃ ঝুম্পা লাহিড়ী।
34. ভারত সরকার কর্তৃক জীবন জ্যোতি বীমা পরিকল্পনা বাস্তবায়নকারী মন্ত্রণালয় কোনটি?
উঃ অর্থ।
35. একই উচ্চতা থেকে বিভিন্ন ভরের বস্তু ছাড়া হলে সেগুলি একসঙ্গে মাটিতে গৌছবে এটা কে বলেছেন?
উঃ গ্যালিলিও গ্যালিলি
36. কোন ভারতীয় রাজ্যে তাজমহলের অবস্থান?
উঃ উত্তর প্রদেশে।
37. ভারতের প্রথম ডিজিটাল গ্রাম কোনটি?
উঃ আকোদারা।
38. 'সিলপ্পিডিকরম' এবং 'মনিমেকালাই' কোন ভাষায় লেখা বিখ্যাত প্রাচীন বই?
উঃ তামিল
39. বিখ্যাত পর্যটন আকর্ষণ ভিক্টোরিয়া মেমােরিয়াল কোথায় অবস্থিত ?
উঃ পশ্চিমবঙ্গে।
40. মধ্যযুগীয় সময়ে, সারকি রাজা কোথায় আটালা মসজিদ নির্মাণ করেন ?
উঃ জৌনপুরে।
41. মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট এলব্লাস (ইউরোপের সর্বোচ্চ শিখর) জয় করা বিশ্বের কনিষ্ঠতম কন্যাটি কে?
উঃ মালাভথ পূর্ণা।
42. ভারত নামটি ভারতীয় সংবিধানে ‘পদ হিসাবে ব্যবহৃত হয়, প্রাচীন পৌরাণিক সম্রাট ভরতের নামে। তার গল্প ভারতের কোন মহাকাব্যের অংশে বলা আছে?
উঃ মহাভারত
43. ভারতের দ্বিতীয় কোন মহিলা ফুটবলার অর্জন পুরস্কার পেয়েছেন?
উঃ ঐনম বেম্বেম দেবী।
44. 'আন্তর্জাতিক নারী দিবস' প্রতি বছর কত তারিখে পালন করার হয় ?
উঃ 8 মার্চ
45. পণ্য এবং পরিষেবা কর বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (GST) কাউন্সিলের প্রথম সভাপতি(চেয়ারম্যান) কে ?
উঃ অরুণ জেটলি
46. ভারতের প্রথম কোন শহরে হেলিকপ্টার-ট্যাক্সি পরিষেবা শুরু হয়েছিলাে?
উঃ বেঙ্গালুরু
47. কৃষ্ণ বিপ্লব কার সঙ্গে সম্পর্কিত ?
উঃ পেট্রোলিয়াম
48. ভারতের প্রথম “বিদেশ ভবন” কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে?
উঃ মহারাষ্ট্র।
49. আরব ব্যবসায়ীরা লাল সাগর ও ভূমধ্যসাগরীয় বন্দরের মাধ্যমে কোন দেশে ভারতীয় পণ্য প্রেরণ করত ?
উঃ ইউরােপীয়।
50. সান টিভি নেটওয়ার্কের মালিক কে?
উঃ কলানিধি মারান।
51. কোথায় স্থানীয় ঝড়বৃষ্টিকে আমের বৃষ্টি বলা হয় যা আমের ফসল পাকাতে সাহায্য করে ?
উঃ কেরল।
52. ভারত তার প্রথম নিউক্লীয় যন্ত্র কোথায় পরীক্ষা করেছিল ?
উঃ পােখরানে।
53.  'হাফ গার্ল ফ্রেন্ড' সিনেমার লেখক কে?
উঃ চেতন ভগত।
54. ঝুম্পা লাহিড়ী তার কোন কাহিনীটির জন্য পুলিৎজার পুরস্কার জিতেছেন?
উঃ ইন্টারপ্রেটার অফ ম্যালাডিস
55. ফিরােজ শাহ কোটলা ক্রিকেট ময়দান কোন শহরে অবস্থিত?
উঃ দিল্লি।
56. জয়পুর শহর কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উঃ আমবের রাজা জয় সিং
57. কোন রাজ্য সীসা এবং দস্তা ঘনীভূত, পান্না, এবং গ্রানাইট এর একটি গুরুত্বপূর্ণ প্রযােজক?
উঃ রাজস্থান।
58. দেশাত্মবােধক গান "সারে জাহান সে আচ্ছা, হিন্দুস্তান হামারা" কে লিখেছেন?
উঃ মাে. ইকবাল।
59. অল ইন্ডিয়া টেনিস অ্যাসােসিয়েশনের প্রথম মহিলা সভাপতি কে নির্বাচিত হয়েছেন?
উঃ প্রভিণ মহাজন।
60. ভারতের বৃহত্তম ওয়াই-ফাই পরিষেবা কোন শহরে চালু করা হয় ?
উঃ মুম্বাই।
61. ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, ভারত রত্ন, প্রথম বার কত সালে প্রদান করা হয়েছিল ?
উঃ 1954 সালে।
62. জিম কর্বেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
উঃ উত্তরাখণ্ড।
63. কমনওয়েলথ শর্ট স্টোরি পুরস্কার জেতা প্রথম ভারতীয় লেখক কে?
উঃ পরাশর কুলকার্নি।
64. বােকারাে স্টিল প্ল্যান্ট কোথায় অবস্থিত ?
উঃ ঝাড়খণ্ড।
65. ব্যাডমিন্টন অ্যাসােসিয়েশন অফ ইন্ডিয়া দ্বারা প্রতিষ্ঠিত আজীবন সম্মাননা পুরস্কারটি প্রথম বার কে লাভ করেছিলেন?
উঃ প্রকাশ পাডুকোন।
66. 'স্বামী অ্যান্ড ফ্রেন্ডস' বইটির লেখক কে?
উঃ আর. কে. নারায়ণন।
67. “মল্লিকা সারাভাই” কার সাথে যুক্ত ?
উঃ শাস্ত্রীয় নৃত্য।
68. কোনটি সম্প্রতি চীন থেকে ভারতে আমদানি করা নিষিদ্ধ?
উঃ দুধ ও দুগ্ধজাতীয় পণ্য।
69. ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী হিসাবে পরিচিত কে?
উঃ পি টি উষা।
70. কোন শহরে অবস্থিত চিদাম্বরম ক্রিকেট মাঠ?
উঃ চেন্নাই।
71. "ইগনাইটেড মাইন্ডস” বইটির লেখক কে?
উঃ এপিজে আব্দুল কালাম।
72. 'এক্সাম ওয়ারিয়ারস ( Exam Warriors )" বইটি কে লিখেছেন?
উঃ নরেন্দ্র মােদি।
73. ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করার অধিকার সূচিত করা ভারতীয় সংবিধানের অনুচ্ছেদটি কত ?
উঃ অনুচ্ছেদ 19 (1)
আগের পর্বগুলো দেখতে ক্লিক করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url