পরীক্ষার দ্বারা প্রমাণ করাে তরলের মধ্যে কোনাে বিন্দুতে তরলের সর্বদিকের চাপ সমান।

প্রমাণ করাে তরলের মধ্যে কোনাে বিন্দুতে তরলের সর্বদিকের চাপ সমান।

পরীক্ষার দ্বারা প্রমাণ করাে তরলের মধ্যে কোনাে বিন্দুতে তরলের সর্বদিকের চাপ সমান।
উত্তরঃ পরীক্ষাঃ প্রয়ােজনীয় জিনিস: রবার নল, কাচের ছছাটো ফানেল, জল, বড়াে বিকার, দুমুখ খােলা কাচের নল, একটি স্কেল, রঙিন জল, বেলুনের পাতলা রবার।

পদ্ধতি : (i) ফানেলের মুখটি বেলুনের পাতলা রবার দিয়ে টেনে বন্ধ করা হল। 
(ii) এবার ফানেলের নলটি সরু রবার নলের সঙ্গে যােগ করে রবার নলের অপর প্রান্ত একটি সরু কাচনলের সঙ্গে যােগ করা হল। কাচনলটি অনুভূমিকভাবে রেখে তার পাশে একটি স্কেলকে আটকানাে হল। এখন কাচনলের মধ্যে রঙিন জলের একটি ফোটা ঢুকিয়ে দেওয়া হল। এটি সূচকের কাজ করবে। স্কেল ও কাচনলটিকে স্ট্যান্ড ও ক্ল্যাম্প-এর সঙ্গে আটকানাে হল।
(iii) এবার ফানেলটিকে বিকারের জলের মধ্যে। ডােবানাে হয়। একটি নির্দিষ্ট গভীরতায় ফানেলের মুখটি রেখে মুখটিকে ধীরে ধীরে উপর দিকে, নীচের দিকে, পাশের দিকে ঘােরানাে হল।
পর্যবেক্ষণ: ফানেলটিকে জলের যত গভীরের দিকে নিয়ে যাওয়া হতে লাগল, রঙিন জলের ফোঁটাটি তত নলের খােলা মুখের দিকে সরে যেতে থাকল। একটি নির্দিষ্ট গভীরতায় ফানেলের মুখ উপর দিকে, নীচের দিকে, পাশের দিকে ঘােরালে রঙিন জলের ফোঁটাটি একই জায়গায় থাকতে দেখা যাচ্ছে।
সিদ্ধান্ত : এর দ্বারা প্রমাণিত হল, স্থির জলের ভেতর কোনাে বিন্দুতে জল সর্বদিকে সমান চাপ দেয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url