প্রমাণ করাে জলের উর্ধ্বচাপ ও নিম্নচাপ আছে?

প্রমাণ করাে জলের উর্ধ্বচাপ ও নিম্নচাপ আছে ?

উত্তরঃ জলের ঊর্ধ্বচাপ পরীক্ষা : (i) দু-মুখ খােলা একটি কাচের চোঙ নিয়ে একমুখ খােলা রেখে অপর মুখের কাছে আংটা লাগানাে একটি চাকতি রাখা হল, যা দিয়ে ওই মুখটিকে জল নিরুদ্ধ করে বন্ধ করা যায়। 
(ii) আংটায় সুতাে লাগিয়ে টেনে চাকতিটি চোঙের মুখটিতে জল নিরুদ্ধভাবে আটকে রাখা হল। 
(iii) এবার একটি বড় পাত্রে জল নিয়ে ওই পাত্রের জলের
মধ্যে চোঙের বন্ধ করা মুখটি নীচে করে খাড়াভাবে ডুবিয়ে দেওয়া হল। এখন সুতাে ছেড়ে দেওয়া হল।
পর্যবেক্ষণ: সুতাে ছেড়ে দেওয়ার পর দেখা গেল চাকতিটি নীচে খসে পড়ল, চোঙের মধ্যে জল ঢুকল না।
সিদ্ধান্ত : চোঙের মধ্যে জল না থাকায় চাকতির উপর কোনাে নিম্নচাপ নেই, চাকতির নীচের জলের উর্ধচাপ আছে। তাই চাকতি নীচের দিকে গড়ে গেল না, চোঙের মুখে আটকে রইল। এর দ্বারা প্রমাণিত হল জল উর্ধ্বচাপ দেয়।

তরলের নিম্নচাপের পরীক্ষা : এবার একটি বিকারে রঙিন জল নিয়ে আস্তে আস্তে চোঙের মধ্যে ঢালা হতে লাগল, যখন চোঙের ভেতরের জল ও বাইরের জলতল এক সমতলে তখন দেখা গেল। চাকতিটি আপনা-আপনি মুখ থেকে খসে নীচে পড়ল এক্ষেত্রে চাকতির উপর জলের নিম্নচাপ ও উর্ধ্বচাপ সমান হওয়ায় চাকতি নিজ ভরের নীচের দিকে খসে পড়ল। এর দ্বারা প্রমাণ হল স্থির তরলের কোনাে বিন্দুতে তরল দ্বারা প্রযুক্ত উর্ধ্বচাপ ও নিম্নচাপ সমান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url