জল ও প্লবতার গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
জল ও প্লবতার গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
1. জল কোন কোন দিকে চাপ দেয় ?উত্তরঃ জল উধ্বদিকে, নিম্নদিকে, পার্শ্বদিকে, সর্বদিকে চাপ দেয়।
2. জল যৌগ না মৌল ?
উত্তরঃ জল যৌগ।
3. তরলের মধ্যে কোনাে বিন্দুতে উর্ধ্বচাপ এবং নিম্নচাপ সমান না আলাদা ?
উত্তরঃ তরলের মধ্যে কোনাে বিন্দুতে উর্ধ্বচাপ ও নিম্নচাপ সমান।
4. তরলের ঘাত কাকে বলে ?
উত্তরঃ কোনাে তরল ওর মধ্যে কোনাে নির্দিষ্ট বিন্দুতে লম্বভাবে যে বল প্রয়ােগ করে তাকে তরলটির ঘাত বলে।
5. প্লবতার অভিমুখ কোন দিকে ?
উত্তরঃ প্লবতার অভিমুখ বস্তুর ওজনের অভিমুখের বিপরীত।
6. তরলের ঘনত্ব বাড়লে প্লবতা বাড়ে না কমে ?
উত্তরঃ তরলের ঘনত্ব বাড়লে প্লবতা বাড়ে।
7. তরলের চাপ কোনাে বিন্দুতে কার উপর নির্ভর করে ?
উত্তরঃ তরলের চাপ তরলের ঘনত্ব, গভীরতা ও অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে।
8. প্লবতা কীসের উপর নির্ভর করে ?
উত্তর। প্লবতা তরলের ঘনত্ব ও বস্তুর আয়তনের উপর নির্ভর করে।
9. একটি কাঠকে জলের মধ্যে ডুবিয়ে ছেড়ে দিলে উহা উপরে ভেসে ওঠে কেন ?
উত্তরঃ একটি কাঠকে জলে ডুবিয়ে ছেড়ে দিলে উহা উপরে ভেসে উঠে। কারণ সমআয়তন জলের ওজন কাঠের ওজনের থেকে অনেক বেশি হওয়ায় জলের উর্ধ্বচাপ বেশি।
10. শহরে জল সরবরাহ করা হয় জলের কোন ধর্মের জন্য ?
উত্তরঃ জলের সমােচ্চশীলতা ধর্মের জন্য শহরে জল সরবরাহ করা হয়।
11. কোনাে বস্তুর প্রকৃত ওজন এবং আপাত ওজন এক হলে কী হয় ?
উত্তরঃ কোনাে বস্তুর প্রকৃত ওজন এবং আপাত ওজন এক হলে বস্তুটি কোনাে তরল অপসারণ করবে না।
12. তরলের ঘনত্ব কমলে প্লবতা কমবে না বাড়বে ?
উত্তর। তরলের ঘনত্ব কমলে প্লবতা কমবে।
জল ও প্লবতার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
1. নৌকোর তলদেশে ছিদ্র থাকলে নৌকোর ভেতর জল ঢোকে কেন ?
উত্তরঃ নৌকোর তলদেশের উপরের দিকে বায়ুমণ্ডলের ও জলের উপর বায়ুমণ্ডলীয় চাপ সমান। নৌকো দ্বারা অপসারিত জলের উর্ধ্বচাপ অর্থাৎ প্লবতা নৌকোর ফুটো দিয়ে জলকে ঠেলে তুলে। এইজন্য ফুটো নৌকোয় জল ঢোকে।
2. কোনাে ভারী বস্তুকে জলের মধ্যে ডােবালে উহা হালকা বলে মনে হয় কেন ?
উত্তরঃ কোনাে ভারী বস্তুকে জলের মধ্যে ডােবালে বস্তুটি সমআয়তন জল অপসারণ করে ওই অপসারিত জল বস্তুর উপর উর্ধ্বমুখী বল প্রয়ােগ করে। বস্তুর ওজন নীচের দিকে ক্রিয়া করে। ফলে বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। তাই বস্তুটিকে জলে নিমজ্জিত অবস্থায় হালকা মনে হয়।
3. জাহাজে লাইফ বেল্ট থাকে কেন?
উত্তরঃ লাইফ বেল্ট হল একটি গােলাকার বাতাস ভর্তি রবারের বেল্ট। এটি সমআয়তন জলের চেয়ে অনেক হালকা। এইজন্য এই বেল্ট নিয়ে জলে নামলে এটি ডুবন্ত মানুষকে ভাসিয়ে রাখবে।
4. একখণ্ড লােহাকে পারদ ও জলে ফেলা হলে কোনটিতে লােহা ভাসবে ও কোনটিতে ডুববে ?
উত্তরঃ লােহার ওজন অপেক্ষা পারদের প্লবতা বেশি হওয়ার লােহা পারদে ভাসবে। জলের প্লবতা কম হওয়ায় জলে লােহা ডুববে।
5. আর্টেজীয় কুপে জল ফোয়ারার মতাে উপরে উঠে কেন ?
উত্তরঃ জলের সমােচ্চশীলতা ধর্মের জন্য আটেজীয় কূপে জল ফোয়ারার মতাে, উপরে উঠে।
6. কোনাে বস্তুকে স্থির তরলে ডােবালে তার উপর কী কী বল কাজ করে ?
উত্তরঃ কোনাে বস্তুকে স্থির তরলে ডােবালে বস্তুর উপর, দুটি বল কাজ করে। যথা—
(i) বস্তুটির ওজন নীচের দিকে
(ii) প্লবতা উপরের দিকে।
7. ফ্লুইড কাকে বলে?
উত্তরঃ যে সব পদার্থের নিজস্ব আকার নেই এবং এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে, তাকে ফ্লুইড বলে।
9. জলের চাপ বলতে কী বােঝাে?
উত্তরঃ জলের মধ্যে কোনাে বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের উপর জল লম্বভাবে যে বল প্রয়ােগ করে তাকে তরলের চাপ বলে।
10. তরলের চাপের বৈশিষ্ট্যগুলাে কি কি?
উত্তরঃ তরলের চাপের বৈশিষ্ট্য গুলি হল-
(i) সব তরলই উর্ধ্বচাপ, নিম্নচাপ এবং পার্শ্বচাপ দেয়।
(ii) স্থির তরলের কোনাে বিন্দুতে চাপ তরলের ঘনত্বের উপর নির্ভর করে।
(iii) স্থির তরলের কোনাে বিন্দুতে তরলের চাপ সর্বদিকে সমান।
(iv) স্থির তরলে কোনাে বিন্দুতে চাপ গভীরতার উপর নির্ভর করে। গভীরতা বাড়লে চাপ বাড়ে, গভীরতা কমলে চাপ কমে।
11. প্লবতার বৈশিষ্ট্যগুলাে কি কি?
উত্তরঃ প্লবতার বৈশিষ্ট্য গুলি হল-
(i) প্লবতা বস্তুর ওজনের বিপরীত দিকে কাজ করে।
(ii) প্লবতা তরলের মধ্যে বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের উপর নির্ভর করে। আয়তন বেশি হলে প্লবতা বেশি হবে, আয়তন কম হলে প্লবতা কম হবে।
(iii) প্লবতা তরলের ঘনত্বের উপর নির্ভর করে। তরলের ঘনত্ব বাড়লে প্লবতা বাড়ে, ঘনত্ব কমলে প্লবতা কমে।
1.সােনার বালায় খাদ আছে কিনা কী করে সনাক্ত করবে ?
2.গ্যাস বেলুন আকাশে উড়ে কেন ?
3. সাবমেরিন ডােবে বা ভাসে কীভাবে ?
4. বরফ জলে ভাসে কেন ?
5. কোন বস্তুকে জলে ডোবালে হালকা মনে হয় কেন?
উপরের এই উত্তরগুলো জানতে নিচের 1 নম্বর লিঙ্কে ক্লিক করুন