পাউলির অপবর্জন নীতি কি?
পাউলির অপবর্জন নীতি
উঃ কোন পরমাণুর মধ্যে বর্তমান ইলেকট্রনগুলির মধ্যে এমন কোন দুটি ইলেকট্রন পাওয়া যায় না যাদের চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই। যদি তাদের তিনটি কোয়ান্টাম সংখ্যার মান এক হয়ও তথাপি চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান আলাদা হবে। ইহা পাউলির অপবর্জন নীতি নামে পরিচিত।
যেমন হিলিয়ামের প্রথম কক্ষের দুটি ইলেকট্রনের বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার মান নীচে দেওয়া হল।
একটি ইলেকট্রনের n = 1, l = 0 , m = 0, s = +1/2