Breaking

Saturday, September 25, 2021

গরুর গাড়ির চাকার বেড় চাকার থেকে সামান্য ছোটো করা হয় কেন?

গরুর গাড়ির চাকার বেড় চাকার থেকে সামান্য ছোটো করা হয় কেন?

উত্তর: গরুর গাড়ির কাঠের চাকায় লােহার বেড় লাগাবার সময় বেড়ের ব্যাসার্ধ চাকার ব্যাসার্ধ থেকে সামান্য কম করা হয়। কারণ উত্তাপে লােহার বৃদ্ধি হয়। প্রথমে লােহার বেড়কে আগুনে লাল রং করে গরম করা হয় এতে লােহার বেড়ের বৃদ্ধি হয়। গরম অবস্থায় বেড়টি চাকায় পরিয়ে চাকাকে ঠাণ্ডা
করলে দেখা যায়, লােহার বেড় ঠাণ্ডায় ছােটো হয়ে চাকার উপর এঁটে বসে গেছে, আর খুলে না।

4. রেল লাইনের মাঝে মাঝে ফাঁক রাখা হয় কেন ?

No comments:

Post a Comment

কোন প্রশ্নের উত্তর ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবে ( কারেন্ট অ্যাফেয়ার্স সময়ের সাথে সাথে উত্তর পরিবর্তন হয়)