হৃদপিণ্ডের শারীরস্থানঘটিত অভিব্যক্তি বিষয়ক প্রমাণ দাও।

হৃদপিণ্ডের শারীরস্থানঘটিত অভিব্যক্তি
হৃদপিণ্ডের শারীরস্থানঘটিত অভিব্যক্তি বিষয়ক প্রমাণ দাও।
উঃ হৃৎপিণ্ডের শারীরস্থান ঘটিত অভিব্যক্তি বিষয়ক প্রমাণ:
প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর বক্ষ গহ্বরের অঙ্কীয়দিকে হৃদপিণ্ড দেখা যায়—যার প্রধান কাজ পাম্পের ন্যায় সংকোচন ও প্রসারণের সাহায্যে রক্তকে সমস্ত দেহে পরিচালনা করা। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী যেমন—মাছ, ব্যাঙ, সরীসৃপ ও মানুষের
বা পাখির হৃদপিণ্ডের তুলনা করলে দেখা যায় যে, মাছের হৃদপিণ্ড সরলতম ও দুটি প্রকোষ্টযুক্ত একটি অলিন্দ ও একটি নিলয়। এখানে শুধুই শিরার রক্ত প্রবাহিত হয়। ব্যাঙের (উভচর) হৃদপিণ্ডে দুটি অলিন্দ ও একটি নিলয় থাকে। শুদ্ধ ও অশুদ্ধ উভয় রকই এই হৃদপিণ্ড দিয়ে প্রবাহিত হয়। এবার হৃদপিণ্ডের রক্তের মিশ্রণকে কম করার জন্য সরীসৃপ হৃদপিণ্ডে নিলয় অসম্পূর্ণভাবে বিভক্ত থাকে। চতুর্থকোষ্ঠযুক্ত পাখি বা স্তন্যপায়ীর হৃদপিণ্ড সবচেয়ে উন্নত হয়। এখানে শুদ্ধ ও অশুদ্ধ রক্তের মিশ্রণের কোনাে সম্ভাবনা থাকে না। হৃদপিণ্ডের তুলনামূলক আলােচনার মাধ্যমে দেখা যায় যে মৎস্য থেকে উভচর, উভচর থেকে সরীসৃপ এবং সরীসৃপ থেকে পাখির স্তন্যপায়ীর উৎপত্তি হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url