অভিব্যক্তির গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
অভিব্যক্তির গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
অভিব্যক্তির গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
1. আনুমানিক কত বছর পূর্বে জীবনের উৎপত্তি হয়েছিল?
উঃ আনুমানিক প্রায় 260 কোটি বছর আগে জীবনের উৎপত্তি হয়েছিল।
2. জীবনের আবির্ভাব প্রথম কোথায় হয়েছিল ?
উঃ সমুদ্রের জলে।
3. কোন্ মহাযুগে জীবনের আবির্ভাব হয়েছিল?
উঃ প্রোটোরোজোইক মহাযুগে।
4. কোন্ মহাযুগে মানুষের আবির্ভাব হয়েছিল?
উঃ সিনোজোইক মহাযুগে।
5. প্রথম আবির্ভূত জীবের প্রকৃতি কিরূপ ছিল ?
উঃ এককোষী প্রাণী।
6. পাখির ডানা, বাদুড়ের ডানা, ঘােড়ার অগ্রপদ, মানুষের হাত কি জাতীয় অঙ্গের উদাহরণ?
উঃ সমসংস্থ বা হোমোলোগাস অঙ্গ।
7. পতঙ্গের ও বাদুড়ের ডানা কি প্রকার অঙ্গের উদাহরণ?
উঃ সমবৃত্তি বা অ্যানালোগাস অঙ্গের।
৪. যে সকল অঙ্গের গঠন ও উৎপত্তি এক কিন্তু কাজ আলাদা তাদের কি অঙ্গ বলে ?
উঃ যে সকল অঙ্গের গঠন ও উৎপত্তি এক কিন্তু কাজ আলাদা তাদের সমসংস্থ অঙ্গ বলে।
9. যে সকল অঙ্গের কাজ এক কিন্তু গঠন ও উৎপত্তি আলাদা তাদের কি অঙ্গ বলে?
উঃ যে সকল অঙ্গের কাজ এক কিন্তু গঠন ও উৎপত্তি আলাদা তাদের সমবৃত্তি অঙ্গ বলে।
10. মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও।
উঃ অ্যাপেনডিক্স, কক্সিস, মানুষের চোখে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ উপপল্লব যেটি নিকটিটেটিং পর্দার নিষ্ক্রিয় রূপ।
11. উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও।
উঃ ভূনিম্নস্থ কান্ডের শল্কপত্র, আম কাজুবাদাম কালকাসুন্দার এর পুংকেশর বা স্ট্যামিনোড, শতমূলী , নারকেলের নিষ্ক্রিয় অঙ্গ গর্ভকেশর।
12. মানুষের চোখে অবস্থিত লুপ্তপ্রায় অঙ্গ কোনটি ?
উঃ উপপল্লব।
13. সরীসৃপ ও স্তন্যপায়ীর সংযােগ রক্ষাকারী প্রাণীটি কি?
উঃ হংসচঞ্চু বা প্লাটিপাস।
14. অ্যানিলিডা ও আথ্রোপােডার সংযােগ রক্ষাকারী প্রাণীটি কি?
উঃ অ্যানিলিডা বা অঙ্গুরীমাল ও আথ্রোপােডা বা সন্ধিপদের সংযােগ রক্ষাকারী প্রাণী হল পেরিপেটাস।
15. সরীসৃপ ও পক্ষীর সংযােগ রক্ষাকারী প্রাণীটি কি?
উঃ স্ফেনোডন।
16. একটি মিসিং লিংক বা হৃতযােজকের উদাহরণ দাও।
উঃ আর্কিওপটেরিক্স।
17. একটি অমেরুদণ্ডী ও একটি মেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
উঃ একটি অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ হল লিমিউলাস বা রাজকাঁকড়া।
একটি মেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ হল স্ফেনোডন।
18. একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের উদাহরণ দাও।
উঃ একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের উদাহরণ হল নিটাম।
19. একটি জীবাশ্মের উদাহরণ দাও।
উঃ মানুষের জীবাশ্ম হল অস্ট্রেলোপিথেকাস।
20. ল্যামার্ক তার অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বগুলি কোন্ বই-এ লিপিবদ্ধ করেন?
উঃ ফিলোসোফিক জুওলজিক ( Philosophic Zoologique)
21. অঙ্গের ব্যবহার ও অব্যবহার কার মতবাদ?
উঃ ল্যামার্কের মতবাদ।
22. জীবের জীবনকালে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসারণ ঘটে—ল্যামার্কের এই মতবাদটি কে ভ্রান্ত বলে প্রমাণ করেন?
উঃ বিজ্ঞানী ভাইসম্যান (weismann).
23. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ?
উঃ ল্যামার্কের মতবাদ।
24. ভাইসম্যানের তত্ত্বকে কি বলে?
উঃ জার্মপ্লাজমবাদ।
25. প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ ?
উঃ চার্লস ডারউইনের।
26. অস্তিত্বের জন্য সংগ্রাম কত প্রকারের ?
উঃ তিন প্রকারের।
27. ডারউইন রচিত পুস্তকের নাম কি?
উঃ Origin of species by means of Natural Selection.
28. মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ?
উঃ হুগো দ্য ভ্রিস।
29. ইদুর নিয়ে পরীক্ষা করে কে ল্যামার্কের তত্ত্বকে ভুল প্রমাণিত করেন ?
উঃ বিজ্ঞানী ভাইসম্যান।
30. H.M.S বিগল কি?
উঃ একটি জাহাজ।
31. “Origin of Species”—নামক গ্রন্থের রচয়িতা কে?
উঃ চার্লস ডারউইন।
32. মাছ থেকে উভচর প্রাণী সৃষ্টি হয়েছিল—এই ধারণাটি কোন জীবাশ্ম থেকে করা হয়েছে?
উঃ ডিপলোভার্টিব্রন।
33. প্রাকৃতিক বিপর্যয়বাদের প্রবক্তা কে?
উঃ বিজ্ঞানী কুভিয়ার (Couvier)।
34. সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর সংযােগী প্রাণী কে?
উঃ হংসচঞ্চু (Platipus).
35. অন্টোজেনি রিপিট ফাইলােজেনি - এটি কার মতবাদ ?
উঃ হেকেল।
36. মানুষের অ্যাপেনডিক্স কোন অঙ্গ?
উঃ নিষ্ক্রিয় অঙ্গ।
37. সরীসৃপ ও পক্ষীর অন্তর্বর্তী কোন প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে?
উঃ আর্কিওপটেরিক্স ( Archaeopteryx).
38. কোন বৈজ্ঞানির মতে ধারাবাহিকভাবে সাপের পায়ের অব্যবহারের ফলে পাগুলি বিলুপ্ত হয়েছে?
উঃ ল্যামার্কের।
39. মানুষের মেরুদণ্ডের শেষপ্রান্তে কোন নিষ্ক্রিয় অঙ্গ অবস্থিত?
উঃ কক্সিস।
40. মাছ ও উভচরের সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি?
উঃ লাঙফিস।