সাহারা মরুভূমির ভূপ্রকৃতি আলােচনা করাে।

সাহারা মরুভূমির ভূপ্রকৃতি

সাহারা মরুভূমির ভূপ্রকৃতি আলােচনা করাে।

উত্তরঃ সাহারা মরুভূমি এক বালুকারাশিপূর্ণ, শিলাময় বিশাল নিম্ন মালভূমি অঞ্চল। এখানে স্থানে স্থানে উচ্চ পর্বতভূমি যেমন দেখা যায়, তেমনি নিম্ন ভূমিও আছে। ভূপ্রকৃতির গঠন অনুযায়ী সাহারা মরুভূমিকে চার ভাগে ভাগ করা
হয় ; যথা-(i) বালি ও শিলাযুক্ত মরু অঞ্চল, (ii) মধ্যের উচ্চভূমি অঞ্চল, (iii) নিম্নভূমি অঞ্চল, (iv) নীলনদ অববাহিকা।
(i) মরু অঞ্চল: সমগ্র অঞ্চলটি বিচ্ছিন্নভাবে বালিয়াড়ি ও পাথরে পরিপূর্ণ। বালুকাপূর্ণ মরুভূমিকে এর্গ বলে। আবার পাথুরে মরুভূমিকে হামাদা বলে।
(ii) মধ্যের উচ্চভূমি অঞ্চল: সমগ্র মরুভূমির মধ্যভাগ উঁচু। এখানে বেশ কয়েকটি উঁচু পর্বত ও মালভূমি দেখা যায়। টিবেট্টি, আহাঙর, তাসিনি উচ্চভূমি, টিবেট্টির মাউন্ট টুসুদ্দি শৃঙ্গ সাহারার সর্বোচ্চ শৃঙ্গ।
(iii) নিম্নভূমি অঞ্চল: সাহারার উত্তর-পশ্চিম অঞ্চল নিম্নভূমি, এখানকার মরিটানিয়া সমুদ্রপৃষ্ঠ থেকে নীচু, চলমান বালিয়াড়ি ও লবণাক্ত হ্রদ দেখা যায় ।
(iv) নীলনদ অববাহিকা: সাহারা মরুভূমির পূর্বদিকে অবস্থিত নীলনদ অববাহিকা। এই অববাহিকার জায়গায় জায়গায় নিম্নভূমি দেখা যায়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url