তেজস্ক্রিয় দূষণের প্রভাব ও তেজস্ক্রিয় দূষণের কারণ, তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণ ও সতর্কীকরণ আলােচনা

তেজস্ক্রিয় দূষণের প্রভাব ও তেজস্ক্রিয় দূষণের কারণ, তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণ ও সতর্কীকরণ আলােচনা করাে।

উত্তরঃ তেজস্ক্রিয় দূষণের প্রভাবঃ তেজস্ক্রিয় বিকিরণের বিশেষত গামা ( γ) রশ্মি সবচেয়ে বেশি ক্ষতি করে। তেজস্ক্রিয় বিকিরণের ফলে ক্যানসার, ফুসফুস ও যকৃতের ক্ষত, লিউকোমিয়া, ছানি, ত্বকে ঘা, বন্ধ্যাত্ব, অস্বাভাবিক অপূর্ণাঙ্গ ও মৃত শিশুর জন্ম, জরায়ু ক্যানসার, স্নায়ুদুর্বল, স্মৃতিশক্তি হ্রাস, চামড়া ও হাড়ের ক্যানসার হয়।

তেজস্ক্রিয় দূষণের কারণঃ মহাশূন্য থেকে যে মহাজাগতিক রশ্মি বায়ুমণ্ডলে প্রবেশ করে তা ভূত্বকে তেজস্ক্রিয় মৌলের বিকিরণ, জলমণ্ডল ও বায়ুমণ্ডলকে তেজস্ক্রিয় দূষিত করে। পারমাণবিক শক্তি কেন্দ্রগুলিতে যে সকল তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয় তার বর্জ্য শক্তি কেন্দ্রগুলিতে শক্তি উৎপাদনের পরে জ্বালাইয়ের বর্জ্যপদার্থগুলি সব তেজস্ক্রিয়। হাসপাতাল, গবেষণাগার, ঔষধ তৈরির কারখানা থেকে নিঃসৃত বর্জ্যজলে তেজস্ক্রিয় পদার্থ থাকে। ওই সবগুলি নদীর জল, নালার জল ও বায়ুমণ্ডলকে তেজস্ক্রিয় দূষণ করে।

তেজস্ক্রিয় দূষণের নিয়ন্ত্রণঃ 
(i) তেজস্ক্রিয় পদার্থগুলিকে পুরু সিসার আধারে রাখতে হবে। 
(ii) তেজস্ক্রিয় শিল্পকারখানার কর্মীদের সিসার অ্যাপ্রন ব্যবহার করতে হবে। 
(iii) শিল্পজাত বর্জ্যপদার্থগুলিকে উপযুক্ত প্রক্রিয়াকরণ করে নদীতে বা সমুদ্রে ফেলতে হবে। 
(iv) পারমাণবিক চুল্লি থেকে শক্তি উৎপাদনের সময় উপযুক্ত ভেন্টিলেশান বা উঁচু চিমনি ব্যবহার করতে হবে। 
(v) যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে তেজস্ক্রিয় পদার্থ নাড়াচাড়া করতে হবে।

আরো পড়ুন-
1. তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য লেখ।
2. প্রাকৃতিক তেজস্ক্রিয় কি?
3. তেজস্ক্রিয় রশ্মি গুলির ধর্ম
4. এক্স রশ্মির ধর্ম ও কয়েকটি ব্যবহার
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url